- Home
- Sports
- Cricket
- IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ২ জন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আইপিএল ২০২৬-এর মিনি নিলাম ইতিমধ্যেই শেষ হয়েছে
দুবাইতে, আইপিএল ২০২৬-এর মিনি নিলাম ইতিমধ্যেই শেষ হয়েছে। ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে এবং সিএসকে-র ছেড়ে দেওয়া ক্রিকেটার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে কলকাতা।
প্রশান্ত বীর ও কার্তিক শর্মা
আকিল হোসেনকে ২ কোটি টাকা দিয়ে এবং দুজন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে ১৪.২০ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লী ক্যাপিটালস আবার আকিব নবিকে ৮.৪০ কোটি টাকা দিয়ে কিনেছে।
বাঁ-হাতি স্পিনার এবং কার্তিক হলেন উইকেটকিপার-ব্যাটার
প্রসঙ্গত, প্রশান্ত বীর ও কার্তিক শর্মা আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়ে ফেলেছেন। প্রশান্ত হলেন বাঁ-হাতি স্পিনার এবং কার্তিক হলেন উইকেটকিপার-ব্যাটার।
সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার
সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটারঃ ১. প্রশান্ত বীর (সিএসকে) - ১৪.২ কোটি, ২. কার্তিক শর্মা (সিএসকে) - ১৪.২ কোটি, ৩. আবেশ খান (এলএসজি) - ১০ কোটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

