IPL Auction 2026: উল্লেখযোগ্য বিষয় হল, সবথেকে বেশি ক্রিকেটার দলে নিয়েছেন বেঙ্কি মাইসোররা। ২৫.২০ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে কিনে নিল কেকেআর।
IPL Auction 2026: দুবাইতে আইপিএল-এর মেগা নিলামে যেন কলকাতা নাইট রাইডার্সের জয়জয়কার। মঙ্গলবার, মোট ১৩ জন ক্রিকেটারকে কিনল কেকেআর। তাদের মধ্যে ৬ জন হল বিদেশি (ipl auction 2026)। মোট ৬৩ কোটি ৮৫ লক্ষ টাকা খরচ করেছে তারা (ipl auction 2026 players list)।
মাথিসা পাথিরানাকে কেকেআর কিনেছে ১৮ কোটি টাকা দিয়ে
উল্লেখযোগ্য বিষয় হল, সবথেকে বেশি ক্রিকেটার দলে নিয়েছেন বেঙ্কি মাইসোররা। ২৫.২০ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে কিনে নিল কেকেআর। অন্যদিকে, শ্রীলঙ্কার পেস বোলার মাথিসা পাথিরানাকে কেকেআর কিনেছে ১৮ কোটি টাকা দিয়ে।
বাংলাদেশের মুস্তাফিজ়ুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছে তারা। অপরদিকে, নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইটরা। বাংলার ক্রিকেটার আকাশদীপও এবার কলকাতার হয়ে খেলবেন। ভারতীয় দলের এই পেস বোলারকে ১ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কেকেআর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


