Mayank Agarwal: ময়ঙ্ক আগরওয়াল এখন স্থিতিশীল, জানাল আগরতলার হাসপাতাল

Published : Jan 30, 2024, 11:21 PM ISTUpdated : Jan 31, 2024, 12:24 AM IST
Take a look on team profile of Mayank Agarwal-s team Punjab Kings before start IPL 2022 spb

সংক্ষিপ্ত

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আগরতলার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন রঞ্জি ট্রফিতে কর্ণাটকের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল। তাঁর স্বাস্থ্য নিয়ে ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

উদ্বেগের কিছু নেই, ময়ঙ্ক আগরওয়াল এখন স্থিতিশীল। এমনই জানাল আগরতলার হাসপাতাল। এই ক্রিকেটারের মুখে কিছু সমস্যা হচ্ছিল এবং ঠোঁট ফুলে গিয়েছিল। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সন্ধেবেলা ক্রিকেটার ময়ঙ্ক আগরওয়ালকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মুখের ভিতরে সমস্যা হচ্ছিল এবং ঠোঁট ফুলে গিয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। এরপর তাঁকে ভর্তি নেওয়া হয়। এখন তিনি শারীরিকভাবে স্থিতিশীল। সবসময় তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।’

উড়ানেই অসুস্থ ময়ঙ্ক

ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলার পর নয়াদিল্লি হয়ে রাজকোটে যাওয়ার কথা ছিল ময়ঙ্কের। দলের বাকিদের সঙ্গে তিনিও আগরতলার উড়ান ধরেন। কিন্তু উড়ানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মুখ ও গলায় সমস্যা দেখা যায়। এরপর তাঁকে বিমান থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ত্রিপুরা ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। হাসপাতালে যান ত্রিপুরা ক্রিকেট সংস্থার কর্তারা। 

কী কারণে অসুস্থ ময়ঙ্ক?

ময়ঙ্কের চিকিৎসা চলছে, কিন্তু তিনি কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সেটা এখনও জানা যায়নি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, 'কর্ণাটক দলের ক্রিকেটাররা উড়ানে বসেছিলেন। সেই সময় হঠাৎই ময়ঙ্ক অস্বস্তি বোধ করতে থাকে। ২ বার ও বমিও করে ফেলে। ও অসুস্থ হয়ে পড়ায় উড়ান থেকে নামিয়ে নেওয়া হয়। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শাহবীর তারাপোরে আমাদের ফোন করেছিলেন। আমাদের ২ জন প্রতিনিধিকে আইএলএস হাসপাতালে পাঠাই। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ময়ঙ্কের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোনও খাবার খাওয়ার ফলে ও অসুস্থ হয়ে পড়েছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Under 19 World Cup 2024: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রানে জয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়যাত্রা অব্যাহত

India Vs England: 'সেরা সময় পেরিয়ে এসেছে রোহিত, ঘরের মাঠে সিরিজ হারতে পারে ভারত,' দাবি বয়কটের

Ravindra Jadeja: চোট সারানোর উদ্যোগ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রবীন্দ্র জাদেজা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত