IPL 2023: রিঙ্কুর পক্ষে রোজ অবিশ্বাস্য ইনিংস খেলা সম্ভব নয়, হারের পর বার্তা নীতীশের

শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। বোলারদের ব্যর্থতার জন্যই কেকেআর-কে হারতে হল। ব্যাটাররা লড়াই করেও কেকেআর-কে জেতাতে পারলেন না।

টি-২০ ম্যাচে ২২৯ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া খুব কঠিন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে রিঙ্কু সিং যেরকম অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন, তেমন কিছু দরকার ছিল। শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে লড়াই করলেন রিঙ্কু। কিন্তু তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হল না। কেকেআর অধিনায়ক নীতীশ রানার লড়াইও বিফলে গেল। হারের পর নীতীশ বললেন, 'আমরা রান তাড়া করার সময় লড়াই করেছি। আমরা এদিন পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। উইকেট যেমনই হোক না কেন, ২৩০ রান করার মতো উইকেট ছিল না। কোনও একদিন রিঙ্কু ওরকম ইনিংস খেলতে পারে। কিন্তু রোজ সেরকম ইনিংস খেলা সম্ভব নয়। আমরা খুবই ভালো ব্যাটিং করেছি। আমরা শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে চেয়েছিলাম। ম্যাচের ফল যে কোনও দলের পক্ষেই যেতে পারত। আমরা ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছি বটে, তবে আমরা জানি ইডেন গার্ডেন্সের উইকেট এরকম আচরণই করে। আমরা আশা করেছিলাম এই উইকেটে ২০০ রানের মতো হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম।'

হারের জন্য বোলারদের দায়ী করে নীতীশ বলেছেন, ‘আমাদের আরও ভালো বোলিং করতে হবে। এই ম্যাচে আমাদের দলের প্রধান বোলাররাও অনেক রান দিয়েছে। তবে আমার পক্ষে বোলারদের কঠোর সমালোচনা করা সম্ভব নয়। কারণ, এই বোলাররাই অন্য কোনও ম্যাচে আমাদের জিতিয়ে দিতে পারে। আমরা যে লড়াই করেছি, তাতে খুব ভালো লাগছে। তবে আমরা যদি ২ পয়েন্ট পেতাম, তাহলে আরও ভালো লাগত।’

Latest Videos

বোলারদের উপর নীতীশের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। ইডেনের উইকেট থেকে শুরুতে কিছুটা সাহায্য পান পেসাররা। কিন্তু কেকেআর-এর বোলাররা হায়দারাবাদের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারেনি। ময়ঙ্ক আগরওয়াল (৯) ও রাহুল ত্রিপাঠি (০) আউট হয়ে গেলেও, অসাধারণ ব্যাটিং করেন হ্যারি ব্রুক (৫৫ বলে অপরাজিত ১০০) ও এইডেন মার্করাম (৫০)। শেষদিকে অভিষেক শর্মা (৩২) ও হেইনরিখ ক্লাসেন (১৬ অপরাজিত) শেষদিকে হায়দরাবাদের রান বাড়ান। কেকেআর-এর বোলারদের মধ্যে উমেশ যাদব ৩ ওভার বোলিং করে ৪২ রান দেন। তিনি উইকেট পাননি। ২ ওভারে ৩৭ রান দেন লকি ফার্গুসন। ৪ ওভারে ২৮ রান দেন সুনীল নারিন। ৪ ওভারে ৪৪ রান দেন সূযশ শর্মা। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন-

IPL 2023: শনিবার সামনে পাঞ্জাব কিংস, ফের বিস্ফোরক ইনিংস খেলতে তৈরি নিকোলাস পুরাণ

WPL 2024: ফেব্রুয়ারিতে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হবে উইমেনস প্রিমিয়ার লিগ

IPL 2023: চিন্নাস্বামীতে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে দর্শকের ভূমিকায় ঋষভ পন্থ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News