WPL 2024: ফেব্রুয়ারিতে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হবে উইমেনস প্রিমিয়ার লিগ

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুম দুর্দান্ত সফল। এই টি-২০ লিগের সুবাদে দেশে মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। এই জনপ্রিয়তা ধরে রাখাই লক্ষ্য বিসিসিআই-এর।

উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমের খেলা হতে চলেছে ২০২৪-এর ফেব্রুয়ারিতে। প্রথম মরসুমে মুম্বইয়ের দু'টি মাঠে খেলা হলেও, দ্বিতীয় মরসুমে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হবে মহিলাদের এই টি-২০ লিগ। দ্বিতীয় মরসুমের উইমেনস প্রিমিয়ার লিগ প্রথম মরসুমের তুলনায় আরও জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে। তবে দলের সংখ্যা ৫ থেকে বাড়ানো হচ্ছে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কয়েকদিন আগেই আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল জানিয়েছেন, আগামী ৩ মরসুম ৫ দলের প্রতিযোগিতাই থাকবে উইমেনস প্রিমিয়ার লিগ। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সমর্থক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হবে এই লিগ। তবে বিসিসিআই সূত্রে খবর, উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমের ম্যাচ ইন্দোরের মতো শহরে আয়োজন করা কঠিন। এই লিগ ফেব্রুয়ারির বদলে দীপাবলির সময় আয়োজন করা যায় কি না, সেটা নিয়েও আলোচনা চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। 

বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এশিয়া কাপে যোগ দেওয়ার ছাড়পত্র পাওয়া যায়নি। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে ব্যাপারেও এখনও কিছু জানায়নি কেন্দ্র। এখন এ ব্যাপারে আলোচনা করছেন বিসিসিআই-এর সদস্যরা। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি জানা গিয়েছে, পাকিস্তান দল কলকাতা ও চেন্নাইকে তাদের জন্য নিরাপদ মনে করছে। এই দুই শহরেই বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান।

Latest Videos

নতুন নির্বাচক নিয়োগ করেছে বিসিসিআই। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের আগেই প্রধান নির্বাচক নিয়োগ করা যাবে বলে আশাবাদী বিসিসিআই কর্তারা। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর হবে ভারত-আফগানিস্তানের ওডিআই সিরিজ। এখন প্রধান নির্বাচক হিসেবে কাজ চালাচ্ছেন শিবসুন্দর দাস। আইপিএল-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার পরেই ভারতীয় দলের প্রধান কোচ, কোচিং স্টাফরা এবং প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলিতে থাকা টেস্ট দলের ক্রিকেটাররা ইংল্যান্ড উড়ে যাবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট। আইপিএল-এর মধ্যেই পরিকল্পনা চলছে। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন রোহিত শর্মারা। সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি।

আরও পড়ুন-

IPL 2023: শনিবার সামনে পাঞ্জাব কিংস, ফের বিস্ফোরক ইনিংস খেলতে তৈরি নিকোলাস পুরাণ

IPL 2023: চিন্নাস্বামীতে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে দর্শকের ভূমিকায় ঋষভ পন্থ

IPL 2023: চোট সত্ত্বেও সোমবার আরসিবি-র বিরুদ্ধে খেলবেন ধোনি, জানালেন সিএসকে-র সিইও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul