Congress: 'আইপিএল-এ পয়েন্ট ভাগ করার মতো,' সম্পদ পুনর্বণ্টন নিয়ে কংগ্রেসকে খোঁচা প্রসাদের

এবারের লোকসভা নির্বাচন ও আইপিএল একসঙ্গে চলছে। ফলে লোকসভা নির্বাচনের প্রচারেও আইপিএল-এর প্রসঙ্গ উঠে আসছে। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদও আইপিএল-এর কথা উল্লেখ করেই কংগ্রেসকে আক্রমণ করলেন।

এবারের লোকসভা নির্বাচনে জয় পেলে দেশের সম্পদ পুনর্বণ্টনের লক্ষ্যে জরিপ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ইস্তেহারে এ কথা বলা হয়েছে। এ বিষয়েই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। তাঁর মতে এই ধারণা হতাশাজনক। আইপিএল-এর প্রসঙ্গ টেনে প্রসাদ কটাক্ষ করেছেন, লিগ টেবলে উপরের দিকে থাকা দলগুলির পয়েন্ট সবার শেষে থাকা দলগুলির মধ্যে ভাগ করে দেওয়ার মতো ব্যাপার। কংগ্রেসের নাম না করে 'এক্স' হ্যান্ডলে এই প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, ‘একটি রাজনৈতিক দলের ইস্তেহারে বলা হয়েছে, ধনীদের সম্পদ গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যারা সত্যিই গরিব, তাদের জীবনের মান উন্নত করা দরকার। কিন্তু এই ভাবনা অত্যন্ত হতাশাজনক। এই ধারণা হচ্ছে এরকম, আমরা যদি রাজস্থান রয়্যালসের কাছ থেকে ৪ পয়েন্ট এবং কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছ থেকে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকা ৩টি দলকে সেই পয়েন্ট দিই, তাহলে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে।’

কংগ্রেসের ইস্তেহার নিয়ে বিতর্ক

Latest Videos

রাহুল গান্ধী বলেছেন, ‘দেশের কত মানুষ অন্যান্য অনগ্রসর শ্রেণি, তপশিলি জাতি-উপজাতি ও সংখ্যালঘু, সেটি জানার জন্য আমরা প্রথমে দেশজুড়ে জাত গণনা করব। তারপর আমরা আর্থিক ও প্রতিষ্ঠানগত জরিপ করব। সম্পদ পুনর্বণ্টনের জন্য এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে।’ এই প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজস্থানে জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। এবার প্রসাদও কংগ্রসকে কটাক্ষ করলেন।

 

 

শুক্রবার দ্বিতীয় দফার ভোট

লোকসভা নির্বাচনে ৭ দফায় ভোটগ্রহণের মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: 'মা-বোনেদের সোনার গয়না বিলিয়ে দেবে মুসলমানদের মধ্যে', মোদীর নিশানায় কংগ্রেস

Modi Vs Sonia: 'নির্বাচনে লড়াই করে জিততে পারেন না,' সনিয়াকে কটাক্ষ মোদীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি পড়ে যাবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Baghajatin
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari