সংক্ষিপ্ত
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের মুখ হিসেবে সনিয়া গান্ধীকে দেখা যাচ্ছে না। দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর মুখই দেখা যাচ্ছে।
এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বদলে রাজ্যসভার সাংসদ হওয়া নিয়ে সনিয়া গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজ্যসভার সদস্য থাকা নিয়েও কটাক্ষ করেছেন। একটি জনসভায় মোদী বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। সেই দলের অন্য একজন রাজস্থান থেকে রাজ্যসভায় গিয়েছেন। যাঁরা নির্বাচনে লড়াই করে জয় পেতে পারেন না, তাঁদের রাজস্থানে আসতে হয়।' এতদিন উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লোকসভার সাংসদ ছিলেন সনিয়া। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেন। তার বদলে রাজ্যসভার সাংসদ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। চলতি মাসের শুরুতেই রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন সনিয়া। তিনি প্রথমবার রাজ্যসভার সাংসদ হলেন। এ বিষয়ে তাঁকে খোঁচা দিলেন মোদী।
কংগ্রেসকে আক্রমণ মোদীর
রবিবার রাজস্থানের জলোরে জনসভায় যোগ দেন মোদী। সেখানে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, ‘আপনারা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাজস্থান থেকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তারপর কি আপনারা রাজ্যে আর দেখতে পেয়েছেন? এখন এই রাজ্য থেকে ওই দলের অন্য একজন নেত্রী রাজ্যসভায় গিয়েছেন। পরিবারতন্ত্র ও দুর্নীতির উইপোকা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশকে ফাঁপা করে দিচ্ছিল কংগ্রেস। দেশের যুবসমাজ কংগ্রেসের উপর এত রেগে আছে যে কংগ্রেস নেতাদের মুখ দেখতে চায় না।’
বারবার সনিয়াকে কটাক্ষ মোদীর
শনিবার মহারাষ্ট্রে একটি জসভায় যোগ দেন মোদী। সেখানেও নাম না করে সনিয়াকে কটাক্ষ করেছিলেন তিনি। ‘কয়েকজন রাজনীতিবিদ যাঁরা অনেক বছর ধরে লোকসভা নির্বাচনে জয় পেয়ে আসছিলেন, তাঁরা এখন নির্বাচনে লড়াই না করে রাজ্যসভা আসন বেছে নিয়েছেন। তাঁদের আর নির্বাচনে লড়াই করার সাহস নেই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Narendra Modi: 'মা-বোনেদের সোনার গয়না বিলিয়ে দেবে মুসলমানদের মধ্যে', মোদীর নিশানায় কংগ্রেস