Published : Jul 31, 2025, 05:32 PM ISTUpdated : Jul 31, 2025, 05:38 PM IST
Shardul Thakur and Mittali Parulkar: ভারতে সবচেয়ে বিখ্যাত দম্পতিদের মধ্যে প্রথমসারিতে জায়গা পাননি শার্দুল ঠাকুর ও মিত্তালি পারুলকর। তবে নিজেদের ক্ষেত্রে তাঁরা সফল এবং বিবাহিত জীবনে সুখী।
ভারতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও তাঁর স্ত্রী মিত্তালি পারুলকরের প্রথম দেখা হয় স্কুলে। তাঁরা পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। সেই থেকে তাঁদের সম্পর্ক অটুট। ২০২১ সালে তাঁদের বাগদান হয়। এরপর ২০২৩ সালে তাঁদের বিয়ে হয়। এখন ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন নতুন করে শার্দুল ও তাঁর স্ত্রীকে নিয়ে চর্চা হচ্ছে।
DID YOU KNOW ?
২০১৬ সাল থেকে জাতীয় দলে শার্দুল
২০১৬ সালে প্রথমবার জাতীয় দলে জায়গা পান শার্দুল ঠাকুর। ২০১৭ সালে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।
26
শার্দুল ঠাকুর যখন ক্রিকেট মাঠে লড়াই করছেন, তখন ব্যবসার জগতে সফল তাঁর স্ত্রী
শার্দুল ঠাকুরের স্ত্রী সফল ব্যবসায়ী
বি কম পাশ করার পর এক সংস্থার সচিব হিসেবে কাজ শুরু করেন শার্দুল ঠাকুরের স্ত্রী মিত্তালি পারুলকর। তবে তিনি ব্যবসা শুরু করেন। বেকারির ব্যবসার প্রতি তাঁর বরাবরই আগ্রহ ছিল। প্রথমে ছোট আকারে এই ব্যবসা শুরু করেন। এখন এই ব্যবসা অনেক বড় হয়ে গিয়েছে। কোটি টাকারও বেশি লাভ করছেন মিত্তালি। তিনি সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। স্ত্রীর সাফল্যে খুশি শার্দুল।
৩৩
শার্দুল ঠাকুরের বয়স ৩৩ বছর
১৯৯১ সালের ১৬ অক্টোবর মহারাষ্ট্রের পালঘরে জন্ম শার্দুল ঠাকুরের। কয়েক মাস পরেই তিনি ৩৪ বছর পূর্ণ করবেন।
36
মিত্তালি পারুলকরের বাবাও একজন ব্যবসায়ী, সেই থেকেই হয়তো তাঁর আগ্রহ
বাবাকে দেখেই ব্যবসায় মিত্তালি?
মিত্তালি পারুলকরের বাবা একজন ব্যবসায়ী। তাঁর মা অবশ্য গৃহবধূ। বাবাকে দেখেই হয়তো ব্যবসায় আগ্রহ জন্মায় মিত্তালির। তবে তিনি স্বাধীনভাবে ব্যবসা করছেন। নিজেই ব্যবসা শুরু করার পর নীরবে সাফল্য পেয়ে চলেছেন মিত্তালি। তিনি এককভাবে ব্যবসা পরিচালনা করেন। এক্ষেত্রে বাবা, স্বামীর কাছ থেকে সাহায্য নেন না। শার্দুল ঠাকুরের পরিচিতিকেও কাজে লাগান না মিত্তালি।
মিত্তালি ও শার্দুল নিজেদের কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকলেও, ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পড়ে না
সুখী দম্পতি শার্দুল-মিত্তালি
বছরের বেশিরভাগ সময়ই আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট, আইপিএল-এ খেলতে ব্যস্ত থাকেন শার্দুল ঠাকুর। তাঁর স্ত্রী মিত্তালি পারুলকর সারা বছরই বেকারির ব্যবসা নিয়ে ব্যস্ত। তবে এরই মধ্যে তাঁরা নিজেদের মতো করে সময় কাটান। ব্যস্ততার ফাঁকে সময় বের করে নিয়ে তাঁরা বেড়াতেও যান। এই দম্পতি সুখে জীবন কাটাচ্ছেন।
56
মহারাষ্ট্রে হাইস্কুল থেকে শুরু হওয়া সম্পর্ক ক্রমশঃ মজবুত হয়ে উঠেছে
আদর্শ দম্পতি শার্দুল-মিত্তালি
শার্দুল ঠাকুর ও মিত্তালি পারুলকরকে অনায়াসেই আদর্শ দম্পতি বলা চলে। দীর্ঘদিন ধরে তাঁরা পরস্পরের সঙ্গে পরিচিত। স্কুল জীবনের পর কলেজ জীবন কাটিয়ে তাঁরা যেমন পেশাগত ক্ষেত্রে সাফল্য পাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন, তেমনই একে অপরের পাশে থেকেছেন। শার্দুল ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। মিত্তালি সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন।
66
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি শার্দুল ঠাকুর
ওভাল টেস্টের দলে নেই শার্দুল ঠাকুর
বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। তবে এই ম্যাচে ভারতীয় দলে নেই অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তাঁর পরিবর্তে অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ারকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এই ম্যাচে খেলার সুযোগ না পেলেও, ভবিষ্যতে ফের ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন শার্দুল।