'মাসে ৪ লক্ষ টাকাও কি যথেষ্ট নয়?' হাসিন জাহানের আর্জিতে বিস্মিত সুপ্রিম কোর্ট

Published : Nov 07, 2025, 03:03 PM ISTUpdated : Nov 07, 2025, 03:12 PM IST
mohammed shami wife hasin jahan post

সংক্ষিপ্ত

Hasin Jahan: গত কয়েক বছর ধরেই ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের মামলা চলছে। মাঝেমধ্যেই শামির বিরুদ্ধে ফুঁসে ওঠেন হাসিন। ফের নতুন দাবি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

DID YOU KNOW ?
আরও টাকা পাবেন হাসিন?
মহম্মদ শামির কাছ থেকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে পেয়েও সন্তুষ্ট নন হাসিন জাহান। তিনি আরও টাকা চাইছেন।

Mohammed Shami-Hasin Jahan Battle: বিচ্ছেদের পর স্ত্রী হাসিন জাহানের জন্য প্রতি মাসে দেড় লক্ষ টাকা করে দিতে হচ্ছে ক্রিকেটার মহম্মদ শামিকে। তাঁদের মেয়ের জন্য দিচ্ছেন আড়াই লক্ষ টাকা করে। অপ্রাপ্তবয়স্ক মেয়ে যেহেতু হাসিনের কাছে থাকেন, তাই সেই টাকাও তাঁর হাতেই যাচ্ছে। তাতেও সন্তুষ্ট নন হাসিন। তাঁর এবার নতুন দাবি, প্রতি মাসে টাকার অঙ্ক বাড়াতে হবে। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হয়েছেন হাসিন। শুনানির সময় শীর্ষ আদালতের বেঞ্চের পর্যবেক্ষণ, 'প্রতি মাসে চার লক্ষ টাকা কি অনেক নয়?' এই পর্যবেক্ষণের পরেও অবশ্য শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Government) নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে। ডিসেম্বরে হাসিনের আবেদনের ভিত্তিতে পরবর্তী শুনানি হবে।

কেন অর্থ বৃদ্ধির দাবি হাসিনের?

সুপ্রিম কোর্টে আবেদনে হাসিন বলেছেন, শামি যত অর্থ রোজগার করেন এবং তাঁর যে ধরনের জীবনযাত্রা, তাতে প্রতি মাসে স্ত্রী ও মেয়ের জন্য দেওয়া এই অর্থ যথেষ্ট নয়। এই কারণেই প্রতি মাসে অর্থ বাড়ানো উচিত। যদিও শামি বেশি টাকা রোজগার করেন বলেই স্ত্রীর ভরণপোষণের জন্য অর্থ কেন বাড়াতে হবে, এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। শামি নিজের যোগ্যতা, পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার করেন। বিচ্ছেদের পরেও সেই অর্থে ভাগ বসাচ্ছেন হাসিন

টাকা দিচ্ছেন না শামি!

শীর্ষ আদালতে হাসিনের আইনজীবীর দাবি, ‘পারিবারিক আদালত ও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে হাসিন ও মেয়ের ভরণপোষণের অর্থ দিচ্ছেন না শামি। তাঁর স্বামীর রোজগারের উপর কোনও দাবি নেই হাসিনের। কিন্তু তাঁদের মেয়ের বাবার মতোই জীবনযাত্রা থাকা উচিত। তার একই স্কুলে পড়া চালিয়ে যাওয়া উচিত, সবার সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক বজায় রাখা উচিত, মর্যাদার সঙ্গে বাঁচা উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রতি মাসে হাসিন জাহানকে ৪ লক্ষ টাকা করে দেন শামি।
বিচ্ছন্না স্ত্রী হাসিন জাহান ও মেয়ের ভরণপোষণের জন্য প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দিচ্ছেন মহম্মদ শামি।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম