Hasin Jahan-Mohammed Shami: দীর্ঘদিন ধরে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে মহম্মদ শামির আইনি লড়াই চলছে। এরই মধ্যে ইনস্টাগ্রাম পোস্টে শামিকে তীব্র আক্রমণ করলেন হাসিন। তাঁর এই পোস্ট নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

Hasin Jahan Instagram post: ভারতীয় ক্রিকেট দলের তারকা মহম্মদ শামিকে (Mohammed Shami) ফের তীব্র আক্রমণ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। ইনস্টাগ্রাম পোস্টে (Instagram post) শামিকে বিঁধলেন হাসিন। তাঁর দাবি, এই তারকা ক্রিকেটার চরিত্রহীন, লোভী, খারাপ মানসিকতার ব্যক্তি। তিনি নিজের পরিবারকেই শেষ করে দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টের শুরুটা অন্যভাবে করেন হাসিন। তিনি লেখেন, ‘আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি জানু। দেখা করবে? আমার মতো স্ত্রী, যে এত আবেগপূর্ণভাবে সম্পর্ক বজায় রেখেছে, সেরকম আর কাউকে পাবে? ভয় পেও না আমার ভালোবাসা। মৃত্যু পর্যন্ত মজবুত সম্পর্ক বজায় রাখব। শুধু তোমাকে ঠিক করতে হবে, সেই মজবুত সম্পর্ক কেমন হবে।’ এ পর্যন্ত পড়ে মনে হচ্ছে, শামির সঙ্গে ফের স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে চান হাসিন। কিন্তু এরপরেই তিনি প্রাক্তন স্বামীকে তোপ দেগেছেন।

অপরাধীদের সঙ্গে যোগাযোগ শামির!

ইনস্টাগ্রাম পোস্টে হাসিনের অভিযোগ, ‘সাত বছর ধরে আমাদের আইনি লড়াই চলছে। তোমার কী লাভ হল? চরিত্রহীন, লোভী, খারাপ মানসিকতার ব্যক্তি হওয়ার কারণে তুমি নিজের পরিবারকেই শেষ করে দিলে। আমাকে মারার জন্য, বদনাম করার জন্য, হেনস্থা করার জন্য তুমি কতজন অপরাধীকে নিয়োগ করেছো। আমাকে সব জায়গায় হারাতে চেয়েছো। তোমার কোনও প্রাপ্তি হল? যত টাকা অপদার্থ ব্যক্তিদের জন্য খরচ করেছো, বেশ্যাদের জন্য উড়িয়ে দিয়েছো, সেই টাকা যদি নিজের মেয়ের পড়াশোনা, জীবন ও ভবিষ্যতের জন্য খরচ করতে, আমাকে ভালোভাবে রাখতে, তাহলে ভালো কিছু হতে পারত। তুমি পাপ করা থেকেও বেঁচে যেতে। সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারতে।’

View post on Instagram

আদালতে এখনও চলছে মামলা

সম্প্রতি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে, স্ত্রী-মেয়েকে প্রতি মাসে চার লক্ষ টাকা করে দিতে হবে শামিকেহাসিনকে দিতে হবে দেড় লক্ষ টাকা করে এবং তাঁদের মেয়ে আইরাকে প্রতি মাসে আড়াই লক্ষ টাকা করে দিতে হবে। নিম্ন আদালতকে ৬ মাসের মধ্যে এই মামলা শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।