ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান

ভারতীয় ক্রিকেট দলের তারকা ঋষভ পন্থের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ঘটনা খুব বেশিদিনের পুরনো নয়। এরই মধ্যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন অপর এক তরুণ ভারতীয় ক্রিকেটার।

Soumya Gangully | Published : Sep 28, 2024 10:42 AM IST / Updated: Sep 28 2024, 05:00 PM IST

উত্তরপ্রদেশের আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার মুশির খান। তাঁর সঙ্গে ছিলেন বাবা নৌশাদ খান। তাঁদের গাড়ি হঠাৎ উল্টে যায়। চার-পাঁচবার ওলোটপালটের পর থামে গাড়ি। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। ঘাড়ে আঘাত পেয়েছেন মুশির। তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়। এবারের ইরানি কাপে খেলতে পারবেন না এই তরুণ ব্যাটার। মুশিরের দাদা সরফরাজ খান অবশ্য তাঁদের সঙ্গে গাড়িতে ছিলেন না। ফলে তিনি দুর্ঘটনা এড়িয়ে যেতে পেরেছেন।

কতদিন মাঠের বাইরে থাকতে হবে মুশিরকে?

Latest Videos

১৯ বছর বয়সি ব্যাটার মুশিরকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাঁর ফিট হয়ে উঠতে তিন মাসও লেগে যেতে পারে। তাঁর চোট কতটা গুরুতর, তার উপর চিকিৎসা ও রিহ্যাবের পর মাঠে ফেরা নির্ভর করছে। গত কয়েকমাস ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন মুশির। তিনি ভবিষ্যতে সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ পাবেন বলে আশা তৈরি হয়েছে। কিন্তু এরই মধ্যে গাড়ি দুর্ঘটনায় চোট পেয়ে বড় ধাক্কা খেলেন মুশির।

দলীপ ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স মুশিরের

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সরফরাজ। তাঁর ভাই মুশিরও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ। সম্প্রতি দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি দলের হয়ে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে ১৮১ রান করে অপরাজিত থাকেন মুশির। তাঁর এই ইনিংস দলকে জয় পেতে সাহায্য করে। এরপর অবশ্য টানা চার ইনিংসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি, মুশির খানের ব্যাটিং তাণ্ডবে ভেঙে গেল শচিনের রেকর্ড

মুশির খানের অপরাজিত শতরান, দলীপ ট্রফির প্রথম দিনের শেষে লড়াইয়ে ইন্ডিয়া বি

Musheer Khan: রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে অপরাজিত দ্বিশতরান মুশির খানের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
প্রতিবাদের সুর হল আরও তীব্র! আরও কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনে | RG Kar Protest
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim