
India vs Bangladesh: কূটনৈতিক সম্পর্ক গত বছর থেকেই খারাপ। এবার ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কও খারাপ হতে চলেছে। বিসিসিআই (BCCI) যেভাবে এবারের আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দল থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দিতে বাধ্য করেছে, তাতে বাংলাদেশের ক্রিকেট মহল হতাশ ও ক্ষুব্ধ। এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) চলতি বছরের অগাস্টের শেষদিকে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করলেও, সেই সফর স্থগিত হয়ে যাবে বলেই জল্পনা চলছে। বিসিসিআই কর্তারা এই পরিস্থিতিতে বাংলাদেশে দল পাঠাতে রাজি নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শনিবারের পর ভারতীয় দলকে স্বাগত জানাতে তৈরি নয়। বাংলাদেশে এমনিতেই ভারত-বিরোধিতা চরমে পৌঁছে গিয়েছে। মুস্তাফিজুরকে হাতিয়ার করে ভারত-বিরোধী মৌলবাদীরা নতুন করে ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে।
২০২৫ সালের অগাস্ট-সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে যায়। ঠিক এক বছর পর সংশোধিত সূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে, ভারতীয় দল ২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছবে। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ১ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর এবং ৬ সেপ্টেম্বর তিনটি ওডিআই ম্যাচ হবে। ৯ সেপ্টেম্বর, ১২ সেপ্টেম্বর ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচ হবে। কিন্তু এই সূচি ঘোষণার পরদিনই পরিস্থিতি বদলে গেল।
ক্রিকেটকে কেন্দ্র করে গত কয়েক বছরে ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু তারপরেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়নি। কিন্তু এবার হয়তো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যাবে, ভারত-পাকিস্তান (India vs Pakistan) যেমন শুধু বহুদেশীয় টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয়, তেমনই হয়তো ভবিষ্যতে ভারত-বাংলাদেশের মধ্যেও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কিন্তু গত ২৬ বছরে বুড়িগঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। এখন পরিস্থিতি আলাদা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।