'ভারতের বিরুদ্ধে জিতলেই বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে...' দারুণ অফার শাবিকদের সামনে, কিন্তু শিঁকে ছিঁড়বে কি?

Published : Oct 19, 2023, 12:02 PM IST
cricket

সংক্ষিপ্ত

বলেছেন, ‘যদি এই ম্যাচে ভারত হেরে যায় তাহলে বাংলাদেশের বাঙালি ক্রিকেটারদের সঙ্গে তিনি একটি ফিশ ডিনার ডেটে যাবেন।’

১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ নিয়ে চলছে বিস্তর জলঘোলা। আর এবার ম্যাচ নিয়ে বিশেষ মন্তব্য করে খবরে পাকিস্তানী অভিনেত্রী। পাকিস্তানি অভিনেত্রী শেহর সিনওয়ারি স্পটলাইট এলেন এক বিশেষ মন্তব্যের দরুন। বলেছেন, ‘যদি এই ম্যাচে ভারত হেরে যায় তাহলে বাংলাদেশের বাঙালি ক্রিকেটারদের সঙ্গে তিনি একটি ফিশ ডিনার ডেটে যাবেন।’

বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে জড়াল পাকিস্তানী নায়িকা শেহর সিনওয়ারি নাম। নায়িকা শেহর সিনওয়ারি-র এক উক্তির কারণে খবরে এলেন তাঁরা। এবার ক্রিকেটার ও বিনোদন জগত দুই মিলিয়ে তৈরি করল হেডলাইন। নায়িকার দেওয়ার এক অফার নজর কাড়ল সকলের। ভারতের বিরুদ্ধে ম্যাচে জিতলে বাংলাদেশের বাঙালি ক্রিকেটারদের সঙ্গে ফিস ডিনার করবেন।

এই নিয়ে যদিও শুনতে হয়েছে নেটিজেনদের কটাক্ষ। বাংলাদেশের হয়ে একজন নয় বরং ১১ জন ক্রিকেট তারকা খেলবেন। আপনি কি প্রত্যেকের সঙ্গে ডিনার ডেটে যেতে চান? তাহলে আপনি কি প্রত্যেক বাংলাদেশের ক্রিকেটারদের প্রেমিক হিসেবে পরিচিত হবেন। তেমনই কেই বলেন, একজন প্রেমিক নয় বরং ১১ জন প্রেমিক থাকবে আপনার। আবার অনেকে বলেছেন, বাংলাদেশের বাঙালি ক্রিকেটারদের সঙ্গে নায়িকার এই ডিনারের স্বপ্ন অধরাই থেকে যাবে।

সব মিলিয়ে খবরে নায়িকা শেহর সিনওয়ারি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারতীয় ক্রিকেট দল। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করেছিল। সে কারণেই পাক ক্রিকেট সমর্থকদের আপাতত আশা বাংলাদেশ। যদি তারা ভারতকে হারাতে পারে, তাহলে তাদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি নায়িকা।

 

আরও পড়ুন

Lionel Messi: মাঠে ফিরেই মেসির জোড়া গোল, বিশ্বকাপ বাছাই পর্বে ২-০ গোলে পেরুকে হারাল আর্জেন্টিনা

'যথেষ্ট হয়েছে আর না...' সানিয়া মির্জার পোস্ট ঘিরে নতুন করে উস্কে দিল সোয়েবের সঙ্গে বিচ্ছেদের জল্পনা

Ronaldinho: 'কলকাতার ভালোবাসা পেয়ে আপ্লুত,' সোশ্যাল মিডিয়া পোস্ট রোনাল্ডিনহোর

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড