Ronaldinho: 'কলকাতার ভালোবাসা পেয়ে আপ্লুত,' সোশ্যাল মিডিয়া পোস্ট রোনাল্ডিনহোর
কলকাতায় এসেছেন বিশ্ব ফুটবলের অনেক বিখ্যাত তারকা। পেলে, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, অলিভার কান, কাফু, এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। দুর্গাপুজোর আবহে কলকাতা ঘুরে গেলেন রোনাল্ডিনহোও।
| Published : Oct 19 2023, 01:39 AM IST
- FB
- TW
- Linkdin
কলকাতাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো
রবিবার সন্ধেবেলা কলকাতায় পা রেখেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহো। এই শহরের ভালোবাসাকে সঙ্গী করে বিদায় নিয়েছেন কিংবদন্তি।
কলকাতার বিভিন্ন জায়গায় যান রোনাল্ডিনহো, সব জায়গাতেই তাঁকে ঘিরে ভিড় দেখা যায়
কলকাতার ব্রাজিল সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় রোনাল্ডিনহো। তাঁকে ঘিরে মাতোয়ারা হয়ে ওঠেন কলকাতার ফুটবলপ্রেমীরা।
কলকাতার ফুটবলপ্রেম দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো
ভারতের ফুটবল-রাজধানী হিসেবে পরিচিত কলকাতা। এই শহরের ফুটবলপ্রেম বুঝতে পেরেছেন রোনাল্ডিনহো।
কলকাতায় আইএফএ-র বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রোনাল্ডিনহো
কলকাতা লিগের রোলিং ট্রফি উদ্বোধন করেছেন রোনাল্ডিনহো। তাঁর উপস্থিতি আইএফএ-র অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়।
কলকাতায় অনেক ব্রাজিলিয়ান আছেন, তাঁদের সঙ্গে দেখা হয়েছে রোনাল্ডিনহোর
কলকাতা সফরে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের ভালোবাসাও পেয়েছেন রোনাল্ডিনহো। এতে তিনি খুব খুশি হয়েছেন।
কলকাতা সফরে এসে বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক উপহার পেয়েছেন রোনাল্ডিনহো
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকের কাছ থেকেই নানা উপহার পেয়েছেন রোনাল্ডিনহো।
একটি স্কুলের অনুষ্ঠানেও হাজির হন রোনাল্ডিনহো, শিশুদের সঙ্গ উপভোগ করেন এই কিংবদন্তি
এখন যারা স্কুলে পড়ছে, তারা কেউই সরাসরি রোনাল্ডিনহোর খেলা দেখার সুযোগ পায়নি। তবে ইউটিউবে এই কিংবদন্তির খেলা দেখেই তাঁর অনুরাগী হয়ে উঠেছে শিশুরা।
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছিলেন রোনাল্ডিনহো
মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর কাছ থেকে জার্সি, ফুটবল উপহার পান রোনাল্ডিনহো।