রঞ্জি ট্রফিতে সাধারণত ব্যাটারদেরই দাপট দেখা যায়। এবারের রঞ্জি ট্রফিতেও সেটাই দেখা যাচ্ছে। শুক্রবার অসাধারণ রেকর্ড গড়লেন হায়দরাবাদের ব্যাটার তন্ময় আগরওয়াল।
১৬০ বলে অপরাজিত ৩২৩। ৩৩টি বাউন্ডারি ও ২১টি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ২০১.৮৮। হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়ালের ব্যাটিংয়ের হিসেব এটাই। শুক্রবার রঞ্জি ট্রফি প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বোলারদের দুরমুশ করলেন তন্ময়। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ড গড়লেন। এদিন ১৪৭ বলে ত্রিশতরান পূর্ণ করেন তন্ময়। এই ইনিংসের মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কো মারাইসের রেকর্ড ভেঙে দিলেন। ২০১৭ সালের নভেম্বরে সানফয়েল থ্রি-ডে কাপে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে বর্ডারের হয়ে ১৯১ বলে ৩০০ রান করেন মারাইস। এটাই এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ড ছিল। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দিলেন তন্ময়। তিনি প্রথম ব্যাটার হিসেবে রঞ্জি ট্রফির ইতিহাসে একদিনে ত্রিশতরান পূর্ণ করার রেকর্ডও গড়লেন।
হায়দরাবাদের বিরুদ্ধে কোণঠাসা অরুণাচল প্রদেশ
তেলঙ্গানার সেকেন্দরাবাদের এনএফসি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাাদের অধিনায়ক রাহুল সিং। ৩৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৯৭ রান করেন ওপেনার তেচি দোরিয়া। দিব্যাংশু যাদব ২৯ ও তেচি সোনম ১৬ রান করেন। হায়দরাবাদের হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন কার্তিকেয় কাক। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন চামা মিলিন্দ। ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন তনয় ত্যাগরাজন। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন এলিগারাম সঙ্কেত। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন পলকোদেতি সাইরাম।
হায়দরাবাদের বিশাল স্কোর
তন্ময় ও রাহুলের ওপেনিং জুটিতে যোগ হয় ৪৪৯ রান। ১০৫ বলে ১৮৫ রান করেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ২৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। দিনের শেষে ১৯ রান করে অপরাজিত অভিরথ রেড্ডি। ৪৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২৯ রান তুলেছে হায়দরাবাদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: প্রজাতন্ত্র দিবসে রাঁচির খামারবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ধোনির, ভাইরাল ভিডিও