সংক্ষিপ্ত
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই প্রাণবন্ত। বাউন্ডারি বা ওভার-বাউন্ডারি মেরে, উইকেট নিয়ে তাঁদের বিশেষ সেলিব্রেশন দেখা যায়। এবারও সেরকমই সেলিব্রেশন দেখা যায়।
ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে নজর কেড়ে নিলেন ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার কেভিন সিনক্লেয়ার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ওপেনার উসমান খাজাকে আউট করে দেন সিনক্লেয়ার। তাঁর বলে ক্যাচ নেন অ্যালিক অ্যাথানেজ। এরপরেই সিনক্লেয়ারের সামারসল্ট দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। ক্রিকেট মাঠে এই ধরনের সেলিব্রেশন বিরল। এই ম্যাচে এখনও পর্যন্ত ৮ ওভার বোলিং করে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সিনক্লেয়ার। তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে উইকেট নেওয়ার লক্ষ্যে।
গাব্বায় লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। প্রথম ইনিংসে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বাধিক ৭৯ রান করেন উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডা সিলভা। কাভেম হজ করেন ৭১ রান। সিনক্লেয়ার করেন ৫০ রান। আলজারি জোশেফ করেন ৩২ রান। ওপেনার ত্যাগনারাণ চন্দ্রপল করেন ২১ রান। কার্ক ম্যাকেঞ্জিও করেন ২১ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৮২ রান দিয়ে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৮১ রান দিয়ে ২ উইকেট নেন নাথান লিয়ন। ৭৬ রান দিয়ে ১ উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথম ইনিংসে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৯ রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। খাজা করেন ৭৫ রান। উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি করেন ৬৫ রান। ৬৪ রান করে অপরাজিত থাকেন কামিন্স। মিচেল মার্শ করেন ২১ রান। ১৯ রান করেন লিয়ন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪ রান দিয়ে ৪ উইকেট নেন জোশেফ। ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন কেমার রোচ। ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন শামার জোশেফ। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৩। অস্ট্রেলিয়ার চেয়ে ৩৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
David Warner: 'দ্বিতীয় পরিবার ভারত,' প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ডেভিড ওয়ার্নারের
India Vs England: বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত জাদেজা, ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিড ভারতের