এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ড্র করে বাংলা। এরপর তৃতীয় ম্যাচের প্রথম দিন সুবিধাজনক জায়গায় মনোজ তিওয়ারিরা।
নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিন অসাধারণ পারফরম্যান্স দেখালেন বাংলার স্পিনার প্রদীপ প্রামাণিক। তিনি ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। পেসার ঈশান পোড়েন ১২ রান দিয়ে ১ উইকেট নেন। ৫৩ রান দিয়ে ১ উইকেট নেন শাহবাজ আহমেদ। প্রথম দিনের শেষে নাগাল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৬৬। এদিন ৬২ ওভার খেলা হয়। তার মধ্যেই ৯ উইকেট তুলে নিয়ে চালকের আসনে বাংলা। বুধবার দ্বিতীয় দিনের শুরুতেই নাগাল্যান্ডের শেষ উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে বড় স্কোর করাই বাংলার লক্ষ্য। এই ম্যাচের প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নাগাল্যান্ডের অধিনায়ক হোকাইতো ঝিমোমি। ২১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় নাগাল্যান্ড। এরপর ৫৫ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে বসে নাগাল্যান্ড। অর্ধশতরান করেন একমাত্র চেতন বিস্ত। তিনি ১৫৪ বলে ৬৪ রান করেন। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা রংসেন জোনাথন। ৮ নম্বরে ব্যাটিং করতে নামা ইমলিওয়াতি লেমতুরও করেন ২৫ রান। ১৪ রান করেন নাগাহো চিসি। ১০ রান করেন সেদেজহ্যালি রুপেরো। এছাড়া নাগাল্যান্ডের আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি।
এদিন খারাপ আবহাওয়া এবং আলো কমে যাওয়ার জন্য পুরো সময় খেলা চালানো সম্ভব হয়নি। না হলে হয়তো এদিনই নাগাল্যান্ডকে অলআউট করে দিতে পারত বাংলা। এদিন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হল করণ লালের। তাঁর হাতে বাংলা দলের টুপি তুলে দেন সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী। করণ অবশ্য এদিন উইকেট পাননি। ৪ ওভার বোলিং করে ১৩ রান দেন করণ। প্রদীপ্তর পাশাপাশি ভাল বোলিং করেন ঈশান ও শাহবাজ। আকাশ দীপ ১০ ওভার বল করে ৪০ রান দেন। তিনি উইকেট পাননি।
প্রথম দিন ১০ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে নাগাল্যান্ড। এরপর কিছুটা লড়াই করেন রংসেন ও চেতন। রংসেন ফিরে যাওয়ার পর ইমলিওয়াতি ছাড়া আর কেউ চেতনকে সঙ্গ দিতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নাগাল্যান্ড। ফলে ম্যাচে জাঁকিয়ে বসেছে বাংলা।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এই মরসুমে ভাল পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী। শুরুটা ভালভাবেই করেছে বাংলা। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ ড্র করেছেন মনোজ তিওয়ারিরা। তৃতীয় ম্যাচে সরাসরি জয়ই লক্ষ্য বাংলার।
আরও পড়ুন-
ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এই ক্রিকেটার
চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন রোহিত শর্মা
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে রোহিত, বিরাট, সুযোগ পেতে পারেন রাহুল ত্রিপাঠি