রঞ্জি ট্রফি ২০২৫: অনুষ্টুপের অপরাজিত শতরান, রেলওয়েজের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

Published : Nov 08, 2025, 10:53 PM ISTUpdated : Nov 08, 2025, 11:29 PM IST
ANUSTUP MAJUMDAR

সংক্ষিপ্ত

Ranji Trophy Elite 2025-26: এবারের রঞ্জি ট্রফির শুরুটা ভালোভাবে করেছে বাংলা দল। এলিট গ্রুপ সি-তে প্রথম তিন ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বাংলা। এখন চলছে চতুর্থ ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারে বাংলা।

DID YOU KNOW ?
রঞ্জি ট্রফিতে ব্যর্থতা
বাংলা শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ৩৫বছরেরও বেশি সময় আগে। তারপর বেশ কয়েকবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা।

Railways vs Bengal: তিনিও অনেকটা অমল মুজুমদারের (Amol Muzumdar) মতো। কোনওদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। কিন্তু রঞ্জি ট্রফিতে বরাবর ভালো পারফরম্যান্স দেখান। শনিবারও রঞ্জি ট্রফির (Ranji Trophy Elite 2025-26) অ্যাওয়ে ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বাংলা যখন চাপে, তখন অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) ব্যাটই সবচেয়ে চওড়া হয়ে উঠল। তিনি যখন ব্যাটিং করতে যান, তখন ৬১ রানের মধ্যে চার উইকেট খুইয়ে বসেছে দল। এই অবস্থায় শাহবাজ আহমেদকে (Shahbaz Ahmed) নিয়ে লড়াই শুরু করেন অনুষ্টুপ। তিনি শাহবাজকে রান করার সুযোগ দিয়ে নিজে ক্রিজে টিকে থাকার উপর জোর দেন। শাহবাজ দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ১০৬ বল খেলে ৮৬ রান করেন। এই ইনিংসে ছিল এক ডজন বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। শাহবাজ যখন আউট হন, তখন বাংলার স্কোর পাঁচ উইকেটে ১৯৫। অনেকটাই নিরাপদ স্কোর। তবে তখনও চাপ পুরোপুরি কাটেনি। দিনের শেষে অবশ্য চাপমুক্ত বাংলা।

অপরাজিত শতরান অনুষ্টুপের

রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের শেষে বাংলার স্কোর পাঁচ উইকেটে ২৭৩। অনুষ্টুপ ১৬১ বল খেলে ১০৩ রান করে অপরাজিত। তিনি ১২টি বাউন্ডারি মেরেছেন। দিনের শেষে অনুষ্টুপের সঙ্গে অপরাজিত সুমন্ত গুপ্ত (Sumanta Gupta)। তিনি ৫৬ বল খেলে ৩৯ রান করেছেন। তিনি ছয়টি বাউন্ডারি মেরেছেন।

বাংলার টপ অর্ডারের ব্যর্থতা

বাংলার ওপেনার আদিত্য পুরোহিত (Aditya Purohit) ২৮ বল খেলে ছয় রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার তথা অধিনায়ক সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami) ১৬ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। উইকেটকিপার-ব্যাটার শাকির হাবিব গান্ধী (Shakir Habib Gandhi) তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৯০ বল খেলে ২৮ রান করেন। সূরজ সিন্ধু জয়সোয়াল (Suraj Sindhu Jaiswal) ৫৬ বল খেলে পাঁচ রান করেন। রেলওয়েজের হয়ে ৫৬ রান দিয়ে তিন উইকেট নেন কুণাল যাদব (Kunal Yadav)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি রঞ্জি ট্রফিতে চতুর্থ ম্যাচ খেলছে বাংলা দল।
এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ৩ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বাংলা। এবার চতুর্থ ম্যাচ খেলছে বাংলা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম