Ranji Trophy 2025: সম্প্রতি বাংলার একাধিক ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে এখন জাতীয় দলে না থাকায় তাঁরা বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন। ফলে এবার ভালো ফলের আশায় বাংলা।
KNOW
Bengal Ranji Trophy Team: এবারের রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ভারতীয় এ দলের হয়ে খেলেছেন তিনি। টেস্ট দলেও সুযোগ পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। তিনি ইংল্যান্ড সফরেও টেস্ট সিরিজে ভারতীয় দলে ছিলেন। তবে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি। অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) জাতীয় দলে বাংলার কোনও ক্রিকেটার সুযোগ পাননি। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টেস্ট সিরিজেও ভারতীয় দলে জায়গা পাননি অভিমন্যু। এই কারণেই তিনি এবার রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সব ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে। সেই আশাতেই তাঁকে দলের অধিনায়ক করা হল। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abishek Porel)।
এবারও শক্তিশালী বাংলার পেস বোলিং
এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলে আছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও আকাশ দীপ (Akash Deep)। অতীতে চোট পাওয়ার পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো বোলিং করে জাতীয় দলে ফিরেছিলেন শামি। ফের জাতীয় দল থেকে বাদ পড়ার পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের বার্তা দিতে চাইছেন শামি। আকাশ দীপ আইপিএল (IPL 2025) ও জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে শামি ও আকাশ দীপ একসঙ্গে খেললে বাংলার পেস বোলিং আক্রমণ বিপক্ষ দলের ব্যাটারদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
বাংলার ব্যাটিং বিভাগও শক্তিশালী
অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) এবারও বাংলার রঞ্জি ট্রফি দলে আছেন। এছাড়া সুদীপ চট্টোপাধ্যায়ও (Sudip Chatterjee) বাংলা দলে আছেন। বাংলার ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami)। তরুণ ব্যাটার রাহুল প্রসাদ (Rahul Prasad), সৌরভ কুমার সিং (Saurabh Kumar Singh), বিশাল ভাটিও (Vishal Bhati) বাংলা দলে আছেন। বাংলা দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। সহকারী কোচ হিসেবে আছেন অরূপ ভট্টাচার্য (Arup Bhattacharjee) ও শিবশঙ্কর পাল (Shib Shankar Paul)। ফিল্ডিং কোচ হিসেবে আছেন চরণজিৎ সিং মাথারু (Charanjit Singh Matharu)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


