'সাধারণ মানুষের উপর হামলা অনৈতিক ও বর্বরোচিত,' পাকিস্তানকে তোপ রশিদ খানের

Published : Oct 18, 2025, 11:15 AM IST
Pakistan Airstrikes on Afghanistan

সংক্ষিপ্ত

Pakistan airstrikes: পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ (Pakistan-Afghanistan Conflict) ক্রমশঃ জটিল আকার ধারণ করছে। পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের তিনজন তরুণ ক্রিকেটার-সহ সাধারণ মানুষের মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড়।

DID YOU KNOW ?
পাক-আফগান সংঘর্ষ
গত কয়েকদিন ধরে পাকিস্তান-আফগানিস্তানের সংঘর্ষ চলছে। আফগানিস্তানের সাধারণ মানুষের উপর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

Pakistan-Afghanistan Conflict: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে সাধারণ মানুষের উপর এই হামলার নিন্দা করা হচ্ছে। আফগানিস্তান ক্রিকেট দলের (Afghanistan Cricket Team) অধিনায়ক রশিদ খান (Rashid Khan) পাকিস্তানের এই বিমান হানার তীব্র নিন্দা করেছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক ঘটনায় মহিলা, শিশু, তরুণ ক্রিকেটাররা প্রাণ হারিয়েছেন। এই তরুণ ক্রিকেটাররা বিশ্ব পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিল। সাধারণ মানুষের উপর হামলা অনৈতিক ও বর্বরোচিত। এই অন্যায় ও বেআইন কার্যকলাপের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনা কারও নজর এড়িয়ে যাওয়া উচিত নয়। মূল্যবান নিরীহ প্রাণ হারানোর পরিপ্রেক্ষিতে আমি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে দল প্রত্যাহার করে নেওয়ার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Board) সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের মানুষের পাশে আছি। আমাদের জাতীয় মর্যাদা সবার আগে।’

শোকপ্রকাশ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের

পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘প্রতীকা প্রদেশের (Paktika Province) উরগুন জেলায় (Urgun District) সাহসী ক্রিকেটারদের শহিদ হওয়ার ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীরতম দুঃখ ও শোকপ্রকাশ করছে। পাকিস্তানের ভীরু হামলায় তাঁরা প্রাণ হারিয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় উরগুন জেলার তিন খেলোয়াড় কবীর, সিবঘাতুল্লাহ ও হারুন এবং পাঁচজন দেশবাসী শহিদ হয়েছেন। অন্য সাতজন জখম হয়েছেন। এই খেলোয়াড়রা এর আগে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ খেলতে প্রতীকা প্রদেশের রাজধানী শারানায় গিয়েছিলেন। উরগুনে ফেরার পর তাঁরা এক জমায়েতে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁদের উপর হামলা চালানো হয়।’

 

 

পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলছে না আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘এই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার শিকার হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরের শেষ দিকে এই সিরিজ হওয়ার কথা ছিল।’

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হানায় ৩ ক্রিকেটারের মৃত্যু।
পাকিস্তানের বিমান হানায় প্রাণ হারালেন আফগানিস্তানের ৩ তরুণ ক্রিকেটার। আরও কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম