ICC Rankings: বোলারদের তালিকায় শীর্ষেই অশ্বিন, উন্নতি করলেন রাহানে

Published : Jun 14, 2023, 05:12 PM ISTUpdated : Jun 14, 2023, 05:25 PM IST
Ajinkya Rahane

সংক্ষিপ্ত

ভারতীয় দলকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। ভারতেরও কয়েকজন ক্রিকেটার উন্নতি করেছেন।

দেড় বছর জাতীয় দলে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অসাধারণ লড়াই করেছেন। এবার আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হল ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানের। ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে উঠে এসেছেন রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে অর্ধশতরান করার সুবাদে ব্যাটারদের মধ্যে ৯৪ নম্বরে উঠে এসেছেন শার্দুল ঠাকুর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ না পেলেও, আইসিসি র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষেই আছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটারদের মধ্যে প্রথম ৩টি জায়গা দখল করে আছেন অস্ট্রেলিয়ার ৩ ব্যাটার মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। ভারতের বিরুদ্ধে শতরান করেন স্মিথ ও হেড। গত কয়েক মাস ধরে মাঠের বাইরে থাকলেও, ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার আগে ঋষভ পন্থ। এই উইকেটকিপার-ব্যাটার আছেন ১০ নম্বরে। অধিনায়ক রোহিত শর্মা ১২ নম্বরে এবং ১৩ আছেন বিরাট কোহলি। বোলারদের মধ্যে ৯ নম্বরে রবীন্দ্র জাদেজা। ২০২২-এর জুলাই থেকে মাঠের বাইরে থাকা পেসার জসপ্রীত বুমরা ২ ধাপ নেমে ৮ নম্বরে।

৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে লাবুশেন। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২১ এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করার সুবাদে ১ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। ভারতের বিরুদ্ধে ১৬৩ ও ১৮ রান করার সুবাদে ৩ ধাপ উন্নতি করে ৩ নম্বরে হেড। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। ৮৮৫ রেটিং পয়েন্ট পেয়েছেন স্মিথ। ৮৮৪ রেটিং পয়েন্ট পেয়েছেন হেড। ৮৮৩ রেটিং পয়েন্ট পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

একই দেশের ৩ ব্যাটার আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথম ৩টি জায়গা দখল করে আছেন, এই ঘটনা বিরল। শেষবার এই ঘটনা দেখা গিয়েছিল ১৯৮৪ সালে। সেবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ৩ ব্যাটার গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড ও ল্যারি গোমস। তাঁদের রেটিং পয়েন্ট ছিল যথাক্রমে ৮১০, ৭৮৭ ও ৭৭৩।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৬ রান করার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ১১ ধাপ উঠে ৩৬ নম্বরে উঠে এসেছেন অ্যালেক্স কেরি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ন ২ ধাপ উঠে ৬ নম্বরে। ভারতের বিরুদ্ধে ২ ইনিংসেই অসাধারণ বোলিং করার সুবাদে ৫ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে স্কট বোল্যান্ড।

আরও পড়ুন-

আইপিএস অফিসার সম্পত কুমারের সঙ্গে আইনি লড়াই ধোনির, শুনানি বৃহস্পতিবার

ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা বিসিসিআই-এর, ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড