Varanasi: প্রিয় ছাত্র শার্দুল ঠাকুর (Shardul Thakur) যখন ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে (India tour of England), তখন বারাণসীতে পুজো দিতে গিয়েছেন কোচ দীনেশ লাড (Dinesh Lad)। সেখানেই তিনি এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হলেন।
Dinesh Lad Exclusive: বারাণসীর (Varanasi) বিখ্যাত সঙ্কটমোচন মন্দিরে (Sankat Mochan Hanuman Temple) পুজো দিয়ে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য শুভকামনা জানালেন রোহিত শর্মা (Rohit Sharma), শার্দুল ঠাকুরদের (Shardul Thakur) ছোটবেলার কোচ দীনেশ লাড (Dinesh Lad)। গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে বারাণসীতে গিয়েছিলেন দ্রোণাচার্য (Dronacharya Award) পাওয়া কোচ। সেখানেই এশিয়ানেট নিউজ বাংলার (Asianet News Bangla) মুখোমুখি হন তিনি। ভারতীয় দল এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ (England vs India Test Series 2025) খেলতে ব্যস্ত। তিন ম্যাচের পর শুবমান গিলরা (Shubman Gill) ১-২ পিছিয়ে। তবে দ্রোণাচার্য কোচ আশাবাদী, এই সিরিজে ভারতীয় দল ঘুরে দাঁড়াবে এবং সিরিজ জিততেও পারে। তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন তিনি।
লর্ডসে হারেও গর্বিত দীনেশ
লর্ডস টেস্টে (Lord's Test) ভারতীয় দল হেরে গেলেও, যেভাবে লড়াই করেছে তাতে গর্বিত দীনেশ। তিনি বলেছেন, 'আমরা লর্ডস টেস্টে আসলে হারিনি। সামান্য ভুলের জন্য ম্যাচ হাতছাড়া হয়েছে। তবে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যেভাবে লড়াই করেছে, তাতে আমি গর্বিত। আমাদের তরুণ ক্রিকেটাররা দলকে ভরসা দিচ্ছে। ওরা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা নিশ্চয়ই এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাব।'
শুবমানের অধিনায়কত্বে মুগ্ধ দীনেশ
তাঁর প্রিয়তম ছাত্র রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এই ফর্ম্যাটে ভারতীয় দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান। এই তরুণ ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে অসাধারণ ব্যাটিং করছেন। তিনি দলকেও ভালোভাবে পরিচালনা করছেন। তাঁর প্রশংসা করে দীনেশ বলেছেন, 'শুবমান খুব ভালো অধিনায়কত্ব করছে। ওর নেতৃত্বে ভারতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি ওর অধিনায়কত্ব দেখে মুগ্ধ।'
ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন রোহিত?
টি-২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। তিনি কি শুধু ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন? এ প্রসঙ্গে তাঁর কোচ বলেছেন, 'রোহিত নিশ্চিতভাবেই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Cricket World Cup) খেলবে। ও এই কারণেই টি-২০, টেস্ট থেকে অবসর নিয়েছে।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


