টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দল এখন জিম্বাবোয়ে সফরে। এই সফরে অবশ্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপে যাঁরা খেলেছেন, তাঁদের জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠান পাওয়ার পর মেন্টর যুবরাজ সিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। রবিবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ঝোড়ো শতরান করে ভারতীয় দলকে জেতানোর পর ভিডিও কলে যুবরাজ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন অভিষেক। তিনি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাল্টা যুবরাজ বলেন, তিনি অভিষেকের জন্য গর্বিত। যুবরাজের বাবা যোগরাজ সিংও অভিষেকের প্রশংসা করেন। এই তরুণ ব্যাটারকে আরও ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে উৎসাহ দেন যুবরাজ। তাঁর সঙ্গে কথা বলে খুশি অভিষেক। তিনি জানিয়েছেন, অনেক সাহায্য করেছেন যুবরাজ। এই সাহায্য পেয়েই ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে ভালো ব্যাটিং করছেন বলে জানিয়েছেন অভিষেক।
যুবরাজের জন্যই সাফল্য পেয়েছেন অভিষেক
রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৭ বলে ৭টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন অভিষেক। তাঁর এই ইনিংসের জন্যই বিরাট স্কোর করতে সক্ষম হয় ভারতীয় দল। এই ইনিংস খেলার পর অভিষেক বলেন, 'প্রথম ম্যাচের পর আমি যুবি পাজিকে ফোন করেছিলাম। আমি জানি না কেন, উনি খুব খুশি ছিলেন। উনি আমাকে বলেন, শুরুটা ভালো করেছো। আমার মনে হয়, আজ উনি নিশ্চয়ই গর্বিত। আমার পরিবারের সদস্যদের মতোই যুবি পাজিও গর্বিত হবেন। আমি খুব খুশি। যুবি পাজির জন্য খুব ভালো লাগছে। উনি আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। ২-৩ বছর ধরে উনি আমার জন্য কঠোর পরিশ্রম করেছেন। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও উনি আমার জন্য পরিশ্রম করেছেন। ফলে এটা আমার কাছে বড় মুহূর্ত।' ভিডিও কলে যুবরাজ বলেন, ‘খুব ভালো খেলেছো। তোমার জন্য আমি অত্যন্ত গর্বিত। তোমার এই সাফল্য প্রাপ্য ছিল। আরও অনেক সাফল্য পাবে।’
দুর্দান্ত প্রত্যাবর্তন অভিষেকের
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রান করার আগেই আউট হয়ে যান অভিষেক। তবে ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই শতরান করলেন এই তরুণ। তিনি ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IND vs ZIM: অভিষেক শর্মার শতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত
India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১০০ রানে জয়, ঘুরে দাঁড়াল ভারত
Team India: 'এবার ক্ষমা চাইবেন শশী থারুর?' ভারতের হার নিয়ে কটাক্ষের পাল্টা তোপ শেহজাদ পুনাওয়ালার