সংক্ষিপ্ত
গত ২৯ নভেম্বর কোলন টিউমারের কেমোথেরাপি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। কাতারে তখন বিশ্বকাপ চলছে। হাসপাতালের বেডে শুয়েই ব্রাজিলের ফুটবলারদের মনোবল বাড়িয়েছিলেন তিনি।
বড়দিনেও বাড়ি ফেরা হবে না ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলের। আচমকাই শারিরীক অবস্থার অবনতির জেরে আপাতত সাও পাওলোর হাসপাতালেই আরও বেশ কিছুদিন থাকতে হবে পেলেকে। ক্যানসারের বিরুদ্ধে লড়াই ক্রমেই কঠিন হচ্ছে তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের জন্য। ক্যানসারের পাশাপাশি হৃদযন্ত্র এবং মূত্রনালীর সংক্রমণেরও সমস্যাও বাড়ছে। পেলের শ্বাসপ্রশ্বাসেও যথেষ্ঠ সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে। পেলের শারীরিক অবস্থা নিয়ে বুধবার সাও পাওলোর হাসপাতাল থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে ক্যানসারের পাশাপাশি হৃদযন্ত্র এবং মূত্রনালীর সংক্রমণেরও চিকিৎসা চলছে। শ্বাসপ্রশ্বাসেও কিছু সমস্যা থাকায় ২৫ ডিসেম্বরও হাসপাতালেই কাটাতে হবে পেলেকে। এই মুহূর্তে আরও বেশি যত্নের প্রয়োজন পেলের। আপাতত তাঁকে কমনরুমে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখছে বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
গত ২৯ নভেম্বর কোলন টিউমারের কেমোথেরাপি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। কাতারে তখন বিশ্বকাপ চলছে। হাসপাতালের বেডে শুয়েই ব্রাজিলের ফুটবলারদের মনোবল বাড়িয়েছিলেন তিনি। ভক্তদের তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত যাবতীয় আপডেট পৌঁছে দিয়েছেন পেলের মেয়েরা। এবারও পেলে-কন্যা কেলি নাসিমেন্তো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। কেলি লিখেছেন,'ডাক্তারদের পরামর্শ নিয়ে ও বিভিন্ন কারণ বসত বাবাকে আপাতত হাসপাতালে রাখাই ঠিক সিদ্ধান্ত হবে। তেমনটাই ঠিক করা হয়েছে। বাবার জন্য কাইপিরিনহাও বানাব। মজা করছি। বাবাকে খুব ভালোবাসি। আবার পরের সপ্তাহে নতুন খবর জানাব।'
প্রসঙ্গত, এর আগে ব্রাজিলের সংবাদপত্র ফোলহা ডে সাও পাওলো-এ পেলের শারীরিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে পেলের শারীরিক পরিস্থিতি অতি সঙ্কটজনক বলে জানানো হয়েছিল। এবার সেই খবরের প্রসঙ্গে মুখ খুললেন ফুটবল-সম্রাটের পরিজনরা। পেলের মেইয়ে ফ্লাবিয়া এই ধরনের খবরকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। গ্লোব টিভিকে দেওয়া একটি একটি সাক্ষাৎকারে ফ্লাবিয়া জানিয়েছেন,'অনেকে বলছেন বাবার অবস্থা সংকটজনক। তাঁকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে। কিন্তু পরিস্থিতি একদমই সেরকম নয়। আমাদের বিশ্বাস করুন।' পাশাপাশি তিনি আরও বলেন,'যাঁরা এই ধরনের খবর ছড়াচ্ছেন তাঁরা ঠিক করছেন না।' এখানেই শেষ নয় সংবাদ মাধ্যমের আরচরণে ক্ষুব্ধ পেলের আর এক মেয়ে কেলিও। তিনি আরও জানিয়েছেন, তিন সপ্তাহ আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন পেলে। তারপর থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কেলি পরিষ্কার জানিয়েছেন,'বাবা অসুস্থ, বয়স হয়েছে। আপাতত শ্বাসকষ্ট জনিত সমস্যার চিকিৎসা চলছে। কয়েকদিন তাঁকে হাসপাতালে রাখতে হবে। তবে একটু সুস্থ হলেই বাড়ি ফিরবেন বাবা।'
আরও পড়ুন -
বিশ্বকাপ জিতলেও ফিফার ক্রমতালিকার শীর্ষে কি উঠতে পারল আর্জেন্টিনা? বিশ্বসেরার সিরোপা রইল কার হাতে?
পরবর্তী বিশ্বকাপেও থাকছে মেসি? ভালদানোর মন্তব্যে নতুন করে জল্পনা
দেশে ফিরলেন বিশ্বকাপ জয়ের নায়করা, আনন্দের জোয়ারে ভাসছে বুয়েনস আইরেসের রাস্তা