Argentina : ৩৬ বছর পর বিশ্বকাপ জয়, নাচে-গানে উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা
লিওনেল মেসিরা বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনায় শুরু হয়েছে উৎসব, বুয়েনস আইরেস সহ সারা দেশেই চলছে উৎসব । নাচে-গানে মাতোয়ারা আর্জেন্টিনার মানুষ ।
দেশে চরম আর্থিক সঙ্কট। মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। কিন্তু সব সমস্যা একলহমায় দূর করে দিয়েছে লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়। কাতারে মেসিদের হাতে কাপ উঠতেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন আর্জেন্টিনার মানুষ। সারা দেশে চলছে উৎসব। জাতীয় পতাকা, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসির ছবি নিয়ে নাচছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। ৩৬ বছর পর ফের দেশ বিশ্বসেরা হয়েছে। মেসির হাতে প্রথমবার কাপ উঠেছে। এই আনন্দ ধরে রাখতে পারছেন না আর্জেন্টিনার মানুষ। টাইব্রেকারে গঞ্জালো মন্টিয়েলের শট জালে জড়িয়ে যাওয়ার পরেই উৎসব শুরু হয় আর্জেন্টিনায়। রাজধানী বুয়েনস আইরেসের প্রাণকেন্দ্রে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। জাতীয় পতাকার রঙে রাস্তা রাঙিয়ে দিয়েছেন তাঁরা। অনেকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। গাড়ির হর্ন বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। সবাই জাতীয় দলের বিশ্বকাপ জয়ে গান ধরেছেন। রাস্তায় সবাই নাচছেন। এরকম দৃশ্য খুব কম সময়ই দেখা যায়। ফুটবলই পারে সবাইকে এক করে দিতে। ফুটবলই পারে সব সমস্যা ভুলিয়ে দিতে। আর্জেন্টিনায় ঠিক সেটাই হয়েছে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে চলছে উৎসব পালন।