
Cricketer Anushka Sharma: অনুষ্কা শর্মা নামটা শুনলেই ভারতীয়দের মনে বলিউড (Bollywood) অভিনেত্রী ও বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রীর কথা আসে। কিন্তু শনিবার বিকেল থেকে ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্য এক অনুষ্কা শর্মাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই অনুষ্কা ক্রিকেটার। তিনি শনিবারই উইমেনস প্রিমিয়ার লিগে (Women's Premier League 2026) প্রথম ম্যাচ খেলতে নামলেন। নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy) গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) হয়ে ইউপি ওয়ারিয়র্জের (UP Warriorz) বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ বল খেলে ৪৪ রান করেন অনুষ্কা। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। বিরাটের অনুরাগী এই ক্রিকেটার ডব্লুপিএল-এ অভিষেক ম্যাচেই নজর কেড়ে নিলেন। তিনি বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে খেলার জন্য তৈরি। নিলামে (WPL 2026 Mega Auction) তাঁকে ৪৫ লক্ষ টাকা দিয়ে দলে নেয় গুজরাট জায়ান্টস ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচেই অনুষ্কা বুঝিয়ে দিলেন, ম্যানেজমেন্ট ভুল করেনি।
২২ বছর বয়সি অনুষ্কা ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হয়ে খেলেন। এই তরুণী ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর বোলিংয়ের হাতও ভালো। ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় তাঁর ব্যাটিংয়ের গড় ৬৩। বোলিংয়ের গড় ২৭। টি-২০ ফর্ম্যাটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণী। এই ফর্ম্যাটে তাঁর ব্যাটিংয়ের গড় ২১.৮ এবং বোলিংয়ের গড় ১৮। ঘরোয়া ক্রিকেটে তাঁর এই পারফরম্যান্স দেখেই দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিলেন অনুষ্কা।
বিরাট সম্পর্কে অনুষ্কা বলেছেন, ‘২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে (2016 ICC World Twenty20) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিরাট কোহলি একাই ছুটছিলেন, দলকে ম্যাচ জেতাচ্ছিলেন। তিনি কী ভাবছিলেন জানি না। কিন্তু তাঁর পারফরম্যান্স আমার মাথা ঘুরিয়ে দেয়। তিনি আমার মতো উঠতি ক্রিকেটারদের জন্য মাপকাঠি ঠিক করে দিয়েছেন। কারণ, তিনি সবকিছুই ঠিকঠাক করেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।