ডব্লুপিএল ২০২৬: বিফলে লিচফিল্ডের অনবদ্য ইনিংস, গুজরাট জায়ান্টসের কাছে হার ইউপি ওয়ারিয়র্জের

Published : Jan 10, 2026, 07:28 PM IST
Phoebe Litchfield

সংক্ষিপ্ত

Gujarat Giants Women vs UP Warriorz Women: প্রথম ম্যাচ থেকেই জমে উঠেছে এবারের উইমেনস প্রিমিয়ার লিগ। শুক্রবার প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শনিবার দিনের প্রথম ম্যাচেও দুর্দান্ত লড়াই দেখা গেল।

DID YOU KNOW ?
জমে উঠেছে ডব্লুপিএল
উইমেনস প্রিমিয়ার লিগের চতুর্থ মরসুমের শুরু থেকেই দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। শনিবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও লড়াই দেখা গেল।

Women's Premier League 2026: এবারের উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে (UP Warriorz Women) ১০ রানে হারিয়ে দিল গুজরাট জায়ান্টস (Gujarat Giants Women)। হাই-স্কোরিং ম্যাচে দুই দলের ব্যাটাররাই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। সেরা পারফরম্যান্স দেখালেন দুই দলের দুই বিদেশি ক্রিকেটার অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner) ও ফোব লিচফিল্ড (Phoebe Litchfield)। গুজরাটের অধিনায়ক গার্ডনার ৪১ বল খেলে ৬৫ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। লিচফিল্ড ৪০ বলে ৭৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ২০৭ রান করে গুজরাট। বিশাল টার্গেট তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে ১৯৭ রান করে ইউপি।

দলগত পারফরম্যান্সে জয় গুজরাটের

গুজরাটের ব্যাটারদের মধ্যে ওপেনার সোফি ডিভাইন (Sophie Devine) ২০ বল খেলে ৩৮ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। অনুষ্কা শর্মা (Anushka Sharma) ৩০ বল খেলে ৪৪ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি মারেন। জর্জিয়া ওয়্যারহ্যাম (Georgia Wareham) ১০ বল খেলে ২৭ রান করে অপরাজিত থাকেন। তিনি একটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ভারতী ফুলমালি (Bharti Fulmali) জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে সাত বল খেলে ১৪ রান করে অপরাজিত থাকেন। গুজরাটের বোলারদের মধ্যে রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), ডিভাইন, ওয়্যারহ্যাম জোড়া উইকেট করে নেন। গার্ডনার ও রাজেশ্বরী গায়কোয়াড় (Rajeshwari Gayakwad) এক উইকেট করে নেন।

লড়াই করে হার ইউপি-র

ইউপি ওয়ারিয়র্জের হয়ে লিচফিল্ড ছাড়া কেউই বড় রান করতে পারেননি। অধিনায়ক ল্যানিং ওপেন করতে নেমে ৩০ রান করেন। শ্বেতা সেহরাওয়াত (Shweta Sehrawat) ২৫ রান করেন। আশা শোভানা (Asha Sobhana) ১০ বল খেলে ২৭ রান করে অপরাজিত থাকেন। কিন্তু লড়াই করেও জয় পেল না ইউপি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াই।
শনিবার এবারের উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড প্রথম ওডিআই: ড্যারিল মিচেলের দুরন্ত ব্যাটিং, ভারতের টার্গেট ৩০১
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগে যুবরাজের থেকে পরামর্শ নিচ্ছেন সঞ্জু, ভাইরাল ট্রেনিং ভিডিও