সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার

Published : Dec 04, 2025, 09:09 PM IST
 Mohammed Shami

সংক্ষিপ্ত

Syed Mushtaq Ali Trophy: বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকলেও, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি ভালো বোলিং করছেন।

DID YOU KNOW ?
জাতীয় দলের বাইরে শামি
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো বোলিং করছেন।

Mohammed Shami: জাতীয় দলে ব্রাত্য হলেও, তিনি যে ফুরিয়ে যাননি তা বারবার প্রমাণ করছেন মহম্মদ শামি। এই পেসার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। বৃহস্পতিবারও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে (Bengal vs Services) অসাধারণ বোলিং করলেন। ৩.২ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন শামি। তিনি রঞ্জি ট্রফিতেও (Ranji Trophy) ভালো বোলিং করছেন। লাল বলের ক্রিকেট হোক বা সাদা বলের, সব ফর্ম্যাটেই একইরকম দক্ষতার পরিচয় দিচ্ছেন এই পেসার। তিনি জাতীয় দলে ফিরবেন কি না সে বিষয়ে নিশ্চয়তা নেই। তবে বাংলার হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। এই পেসারের ভালো পারফরম্যান্সের সুবাদে বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ সি-র ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল বাংলা।

আকাশ দীপেরও ভালো বোলিং

বৃহস্পতিবার সার্ভিসেসের বিরুদ্ধে শামির পাশাপাশি ভালো বোলিং করলেন আকাশ দীপ (Akash Deep)। এই পেসার ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ঋত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik) ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। মুকেশ কুমার অবশ্য একেবারেই ভালো বোলিং করতে পারেননি। তিনি ৩ ওভার বোলিং করে ৫৩ রান দেন। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় সার্ভিসেস। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারেই ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলা। ওপেনার অভিষেক পোড়েল (Abishek Porel) ৫৬ রান করেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) করেন ৫৮ রান।

জাতীয় দলে ফিরবেন শামি?

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পর কি শামির জন্য ফের জাতীয় দলের দরজা খুলবে? এ বিষয়ে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এখনও ইতিবাচক বার্তা পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪ উইকেট মহম্মদ শামির।
বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪ উইকেট নিলেন এই পেসার।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের
Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?