অ্যাশেজ ২০২৫-২৬: গেরো কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম শতরান জো রুটের

Published : Dec 04, 2025, 05:49 PM IST
Joe Root

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: এবারের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া (Australia vs England)। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে অবশ্য ভালোভাবেই লড়াইয়ে আছে ইংল্যান্ড। ফলে এই সিরিজ আকর্ষণীয় হয়ে উঠছে।

DID YOU KNOW ?
রুটের প্রথম শতরান
বৃহস্পতিবারের আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখালেও, শতরান পাননি জো রুট। তিনি ৩০ ইনিংস পর শতরান পেলেন।

Australia vs England: অ্যাশেজ সিরিজে (The Ashes, 2025-26) এর আগে শতরান করেছেন। কিন্তু সেটা ইংল্যান্ডের মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন টেস্ট ম্যাচে শতরান করতে পারেননি। বৃহস্পতিবার সেই গাঁট কাটালেন জো রুট (Joe Root)। ব্রিসবেনের (Brisbane) গাব্বায় (The Gabba) চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ২০২ বল খেলে ১৩৫ রান করে অপরাজিত রুট। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি বাউন্ডারি ও ১টি বাউন্ডারি। এই তারকা ব্যাটার এদিন ১৮১ বলে শতরান পূরণ করেন। তারপরেও দলকে ভরসা দিলেন তিনি। দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত জোফরা আর্চার (Jofra Archer)। তিনি ২৬ বল খেলে ৩২ রান করেছেন। এই পেসার ১টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মেরেছেন। ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৩২৫। এদিন অস্ট্রেলিয়ার হয়ে অসামান্য বোলিং করেন মিচেল স্টার্ক (Mitchell Starc), স্কট বোল্যান্ড (Scott Boland) ও মাইকেল নেসার (Michael Neser)। ১৯ ওভার বোলিং করে ৭১ রান দিয়ে ৬ উইকেট নেন স্টার্ক। ১৪ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন নেসার। ১৯ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৮৭ রান দিয়ে ১ উইকেট নেন বোল্যান্ড।

খারাপ শুরু করেও ভালো জায়গায় ইংল্যান্ড

এদিন ৫ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ইংল্যান্ড। তবে তারপরেই ঘুরে দাঁড়ায় ইংরেজরা। রুটের সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন ওপেনার জাক ক্রলি (Zak Crawley)। তিনি ৯৩ বল খেলে ৭৬ রান করেন। এই জুটিতে যোগ হয় ১১৭ রান। হ্যারি ব্রুক (Harry Brook) করেন ৩১ রান। অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ১৯ রান করেন। উইল জ্যাকসও (Will Jacks) ১৯ রান করেন।

৩০ ইনিংস পর শতরান রুটের

বৃহস্পতিবারের আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৩০ ইনিংস খেলেও শতরান পাননি রুট। তিনি ৯৮৮ রান করেন। ব্যাটিংয়ের গড় ছিল ৩৬.৫৯। সর্বাধিক রান ছিল ৮৯। এবার শতরান করলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩১
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৩১-তম ইনিংসে শতরান রুটের।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে ৩১-তম ইনিংসে শতরান পেলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার