সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার

Published : Dec 05, 2024, 07:26 PM ISTUpdated : Dec 05, 2024, 07:40 PM IST
Abhishek Sharma

সংক্ষিপ্ত

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ ব্যাটিং করলেন পাঞ্জাবের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তাঁর অসাধারণ ব্যাটিং ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে।

আইপিএল ২০২৫-এর জন্য ১৪ কোটি টাকা দিয়ে রিটেইন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ফ্র্যাঞ্চাইজি যে ভুল করেনি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিস্ফোরক ব্যাটিং করে তা বুঝিয়ে দিলেন পাঞ্জাবের ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার মেঘালয়ের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন অভিষেক। তিনি ২৯ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। ১১টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি মারেন অভিষেক। তিনি ২৮ বলে শতরান করে টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন। গত সপ্তাহেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেন গুজরাটের ব্যাটার উর্বিল প্যাটেল। তিনি ৩৫ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন। এবার উর্বিলের রেকর্ডে ভাগ বসালেন অভিষেক।

টি-২০ ফর্ম্যাটে বিশ্বরেকর্ড সাহিল চৌহানের

টি-২০ ফর্ম্যাটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েছেন এস্টোনিয়ার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার সাহিল চৌহান। তিনি এ বছরের জুনে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে শতরান করেন। মাত্র ১ বলের জন্য এই রেকর্ড স্পর্শ করতে পারলেন না অভিষেক। পাঞ্জাবের এই ব্যাটার চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই ৪টি শতরান করে ফেলেছেন অভিষেক। তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়েছেন। উন্মুক্ত চাঁদ, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই ৪ ব্যাটার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩টি করে শতরান করেন।

সহজ জয় পাঞ্জাবের

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে মেঘালয়। পাঞ্জাবের অধিনায়ক অভিষেক ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাঞ্জাব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অভিষেক পোড়েলের বিস্ফোরক ইনিংস, রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২০ ওভারে ৩৪৯! টি-২০ ফর্ম্যাটে বিশ্বরেকর্ড বরোদার

অ্যাডিলেড টেস্টে কি ওপেনই করবেন কে এল রাহুল? কী জানালেন রোহিত শর্মা?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?