টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতকে চাইছেন পাকিস্তানের মেন্টর ম্যাথু হেডেন

টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। ২০০৯ সালের পর এই প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছল পাকিস্তান।

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালেও পৌঁছে গিয়েছে বাবর আজমের দল। এবার ফাইনালে ভারত না ইংল্যান্ড, কোন দল পাকিস্তানের মুখোমুখি হবে, সেটা ঠিক হবে বৃহস্পতিবার। অধিকাংশ ক্রিকেটপ্রেমী টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাক লড়াই দেখতে চাইছেন। প্রাক্তন ক্রিকেটাররাও ভারত-পাকিস্তানকে চাইছেন। একই বাসনা পাকিস্তান দলের মেন্টর এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জয় পাওয়ার পর তিনি জানিয়েছেন, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকেই চাইছেন। বড় প্রেক্ষাপটের কথা মাথায় রেখেই তাঁর এই চাহিদা বলে জানিয়েছেন হেডেন। ভারতের ক্রিকেটপ্রেমীরাও পাকিস্তানকেই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাইছেন। যদিও তাঁরা ভারতকেই বিজয়ী হিসেবে দেখতে চাইছেন। তবে ফাইনালে ভারতীয় দল খেলবে কি না, সেটা বৃহস্পতিবারের আগে বলা সম্ভব নয়। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে জয় পেতে হবে ভারতীয় দলকে।

বুধবার টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালের পর হেডেন বলেছেন, 'আমি বড় প্রেক্ষাপটের কথা মাথায় রেখেই ফাইনালে ভারতকে চাইছি। সেমি ফাইনালে আমাদের দল দুর্দান্ত খেলেছে। আমাদের ফাস্ট বোলাররা অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে। আমার মনে হয়, আমাদের দল এখনও সেরা পারফরম্যান্স দেখায়নি। সেটাই বোধহয় ফাইনালে আমাদের প্রতিপক্ষের সবচেয়ে আতঙ্কের বিষয়।'

Latest Videos

রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল হবে মেলবোর্নে। এই মাঠ ও পিচের সঙ্গে ভালভাবেই পরিচিত হেডেন। তিনি ফাইনাল প্রসঙ্গে বলেছেন, 'মেলবোর্নের উইকেট থেকে ব্যাটাররা সাহায্য পেতে পারে। কোনওদিন কারও দক্ষতা কমে না। বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা বছরের পর বছর ধরে দলকে জিতিয়ে আসছে। মহম্মদ হ্যারিস নেটে সব বোলারের বিরুদ্ধেই বড় শট খেলছে।'

হেডেন আরও বলেছেন, ‘সেমি ফাইনালে সিডনির পিচের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের বোলাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওরা খুব ভালভাবে স্লো বোলিং করেছে। হ্যারিস রউফ একইভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। নিজের দিনে পাকিস্তান দলকে হারানো অসম্ভব। শাদাব খানও খান অত্যন্ত লড়াকু ক্রিকেটার। চ্যাম্পিয়ন হতে গেলে লড়াই করতেই হয়।’

টি-২০ বিশ্বকাপ ফাইনালে যদি শেষপর্যন্ত ভারত-পাক লড়াই হয়, তাহলে ২০০৭ সালের পর এই প্রথম এই প্রতিযোগিতার ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে। ১৫ বছর আগে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ফলেরই পুনরাবৃত্তি চাইছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন-

১৫ বছর আগের স্মৃতি উস্কে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাক লড়াইয়ের সম্ভাবনা

টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড লড়াইয়ের পরিসংখ্যানে কোন দল এগিয়ে?

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today