চলতি অর্থবর্ষে আগাম আয়কর হিসেবে ১৭ কোটি টাকা জমা দিলেন মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ক। মাঠের বাইরেও তিনি অত্যন্ত সফল।

 

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ কিছুদিন হল। তিনি এখন আইপিএল-এ চেন্নাই সুপার কিংস এবং ব্যবসা নিয়ে ব্যস্ত। ব্যবসাতেও বেশ সাফল্য পাচ্ছেন ধোনি। শুধু তা-ই নয়, আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সময়মতো আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও নজির গড়েছেন মাহি। তিনি এ বছর আগাম আয়কর হিসেবে ১৭ কোটি টাকা জমা দিয়েছেন। চলতি অর্থবর্ষের প্রথমার্ধে, অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই অর্থ জমা দিয়েছেন এই ক্রিকেটার। গত অর্থবর্ষে তিনি আগাম আয়কর হিসেবে জমা দেন ১৩ কোটি টাকা। এবার তিনি আরও বেশি টাকা জমা দিয়েছেন। চলতি অর্থবর্ষের শেষে তাঁর আয় ৩০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী অর্থবর্ষে ধোনি আরও বেশি অর্থ আয়কর হিসেবে জমা দিতে পারেন। মাঠের মধ্যে যেমন ঠান্ডা মাথায় দলকে সাফল্য এনে দিতেন এবং মাঠের বাইরে সহজ-সরল জীবনযাপন করতেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, এখনও তিনি সেভাবেই নীরবে নিজের কাজ চলেছেন। ধোনির এই দায়িত্ববান আচরণে তাঁর অনুরাগীরা মুগ্ধ।

২০২১-২২ অর্থবর্ষে আয়কর হিসেবে মোট ৩৮ কোটি টাকা জমা দেন ধোনি। গত অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৩০ কোটি টাকা। তার আগে ২০২০-২১ অর্থবর্ষে ধোনি আয়কর হিসেবে জমা দেন ৩০ কোটি টাকা। ২০১৯-২০ ও ২০১৯-১৮ অর্থবর্ষে তিনি আয়কর হিসেবে জমা দেন ২৮ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে তিনি আয়কর হিসেবে জমা দেন ১২.১৭ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তিনি জমা দেন ১০.৯৩ কোটি টাকা। আয়কর বিভাগ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দাদের মধ্যে ধোনিই সবচেয়ে বেশি আয়কর দিয়ে আসছেন। খেলা ছাড়ার পরেও তিনি ভালভাবেই আয়কর জমা দিয়ে আসছেন।

Latest Videos

২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ধোনি। তবে তারপরেও তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ খেলা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি হোম ইন্টেরিয়র, পুরনো গাড়ি বিক্রি, বাইক রেসিং, ক্রীড়া সরঞ্জাম, ক্রিকেট কোচিং, অর্গ্যানিক ফার্মিং সহ বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছেন ধোনি।

স্ত্রী সাক্ষীর সঙ্গে মিলে একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানিও গঠন করেছেন ধোনি। তামিল ভাষায় একটি ছবি তৈরির কথা ঘোষণা করেছে এই সংস্থা। রমেশ থামিলমণি এই ছবি পরিচালনা করবেন। এ বছর থেকে বেঙ্গালুরুতে একটি স্কুলও শুরু করেছেন তিনি। ফলে বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে এই ক্রিকেটারের ব্যবসা।

আরও পড়ুন-

১৫ বছর আগের স্মৃতি উস্কে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাক লড়াইয়ের সম্ভাবনা

টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড লড়াইয়ের পরিসংখ্যানে কোন দল এগিয়ে?

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury