সংক্ষিপ্ত
এবারের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড লড়াই। যে দল এই ম্যাচ জিতবে তারা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
টেস্ট ম্যাচ, ওডিআই হোক বা টি-২০, ভারত-ইংল্যান্ড মুখোমুখি হলে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়। টি-২০ বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তার মধ্যে দু'টি ম্যাচে জয় পেয়েছে ভারত। তিনটি ম্যাচেই দুর্দান্ত লড়াই হয়। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিং। সেই ম্যাচ ১৮ রানে জেতে ভারত। এরপর ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয়বার ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে অবশ্য ৩ রানে জয় পায় ইংল্যান্ড। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে তৃতীয়বার ভারত-ইংল্যান্ড লড়াই হয়। সেই ম্যাচে ৯০ রানে জয় পায় ভারত। ফলে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ২-১ ফলে এগিয়ে ভারত। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ইতিহাসে দু'দলের চতুর্থ লড়াই। যে দল জিতবে তারা ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান ভরসা বিরাট কোহলি। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট। তাঁর অর্ধশতরান ৩টি। তাঁর ব্যাটিং গড় ১২৩ এবং স্ট্রাইক রেট ১৩৮.৯৮। সূর্যকুমার যাদবও এবারের টি-২০ বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করছেন। ৫ ম্যাচে তাঁর রান ২২৫। সূর্যকুমারের সর্বোচ্চ স্কোর ৬৮। তাঁর ব্যাটিং গড় ৭৫ এবং স্ট্রাইক রেট ১৯৩.৯৬। স্ট্রাইক রেটে সবার চেয়ে এগিয়ে সূর্যকুমার। কে এল রাহুলও ফর্মে ফিরেছেন। তিনি বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। ৮টি ছক্কা মেরে এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রাহুল।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের বোলারদের মধ্যে উইকেট নেওয়ার নিরিখে সবার আগে আর্শদীপ সিং। এখনও পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন আর্শদীপ। পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নেন এই বাঁ হাতি পেসার। ভুবনেশ্বর কুমার এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্স স্যাম কারানের। তিনি ১০ উইকেট নিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন কারান।
ভারত-ইংল্যান্ড সেমি ফাইনাল অ্যাডিলেড ওভালে। এই মাঠে এখনও পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হয়েছে। প্রথমে যে দল ব্যাটিং করেছে, তারা ৭ ম্যাচে জয় পেয়েছে। পরে ব্যাটিং করা দল ৬ ম্যাচে জয় পেয়েছে। ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বোচ্চ স্কোর ২ উইকেটে ২৩২। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান করে অস্ট্রেলিয়া। সর্বনিম্ন স্কোর ১১৭। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই স্কোর করে জিম্বাবোয়ে।
আরও পড়ুন-
নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান
টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ডেভিড মালান, মার্ক উড
চোট নিয়ে চিন্তা নেই, সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রোহিত