সংক্ষিপ্ত
গ্রুপ পর্যায়ের লড়াই শেষ, এবার খেলা সুপার-এইটের (Super Eight)। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup) মঞ্চে এবার দ্বিতীয় ধাপের লড়াই শুরু। চলুন দেখে নেওয়া যাক সুপার-এইটের ক্রীড়াসূচি (T20 Cricket World Cup Super 8 Schedule)।
গ্রুপ পর্যায়ের লড়াই শেষ, এবার খেলা সুপার-এইটের (Super Eight)। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup) মঞ্চে এবার দ্বিতীয় ধাপের লড়াই শুরু। চলুন দেখে নেওয়া যাক সুপার-এইটের ক্রীড়াসূচি (T20 Cricket World Cup Super 8 Schedule)।
ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে যে, কোন কোন দল বিশ্বকাপের মঞ্চে সুপার-এইটে যাবে। গ্রুপ পর্বের লড়াই শেষে, মোট ৮টি দেশ জায়গা করে নিয়েছে পরবর্তী রাউন্ডে।
গত ২ জুন থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ। গ্রুপ পর্যায়ের লড়াই শেষে, গ্রুপ-এ থেকে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে ভারত এবং আমেরিকা। অন্যদিকে, গ্রুপ-বি থেকে সুপার-এইটে জায়গা পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
এদিকে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ শেষ আটে পৌঁছে গেছে গ্রুপ-সি থেকে। আর গ্রুপ-ডি থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। অর্থাৎ, প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার-এইটে পৌঁছেছে (T20 Cricket World Cup Super Eight Fixture)।
আগামী ১৯ জুন, অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার-এইটের ম্যাচগুলি। এই পর্যায়ে মোট আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি গ্রুপে থাকছে চারটি করে দল। প্রত্যেক দলই একে অপরের সঙ্গে খেলবে। মানে, একেকটি দলের সামনে থাকছে তিনটি করে ম্যাচ। তারপর পয়েন্টের নিরিখে বিচার করে, দুটি গ্রুপ থেকে প্রথম ২টি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। তারপর সেখান থেকে সোজা ফাইনাল।
এবার দেখে নেওয়া যাক, কোন দল কোন গ্রুপে রয়েছে।
গ্রুপ-এঃ-
ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ
গ্রুপ-বিঃ-
মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা
এবার একঝলকে দেখে নেওয়া যাক সুপার-এইটের ক্রীড়াসূচিঃ-
১. মার্কিন যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা (১৯ জুন, বুধবার)
সময়ঃ রাত ৮টা, স্থানঃ অ্যান্টিগুয়া
২. ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০ জুন, বৃহস্পতিবার)
সময়ঃ সকাল ৬টা, স্থানঃ সেন্ট লুসিয়া
৩. ভারত বনাম আফগানিস্তান (২০ জুন, বৃহস্পতিবার)
সময়ঃ রাত ৮টা, স্থানঃ বার্বাডোজ
৪. অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (২১ জুন, শুক্রবার)
সময়ঃ সকাল ৬টা, স্থানঃ অ্যান্টিগুয়া
৫. ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (২১ জুন, শুক্রবার)
সময়ঃ রাত ৮টা, স্থানঃ সেন্ট লুসিয়া
৬. মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজ (২২ জুন, শনিবার)
সময়ঃ সকাল ৬টা, স্থানঃ বার্বাডোজ
৭. ভারত বনাম বাংলাদেশ (২২ জুন, শনিবার)
সময়ঃ রাত ৮টা, স্থানঃ অ্যান্টিগুয়া
৮. অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান (২৩ জুন, রবিবার)
সময়ঃ সকাল ৬টা, স্থানঃ সেন্ট ভিনসেন্ট
৯. মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড (২৩ জুন, রবিবার)
সময়ঃ রাত ৮টা, স্থানঃ বার্বাডোজ
১০. ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (২৪ জুন, সোমবার)
সময়ঃ সকাল ৬টা, স্থানঃ অ্যান্টিগুয়া
১১. ভারত বনাম অস্ট্রেলিয়া (২৪ জুন, সোমবার)
সময়ঃ রাত ৮টা, স্থানঃ সেন্ট লুসিয়া
১২. আফগানিস্তান বনাম বাংলাদেশ (২৫ জুন, মঙ্গলবার)
সময়ঃ সকাল ৬টা, স্থানঃ সেন্ট ভিনসেন্ট
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।