
T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে পারদ চড়ছে। তবে সেটা শুধু মাঠের মধ্যে নয়, বাইরেও (t20 cricket world cup 2026 schedule)। এবার সম্ভবত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চলা বিতর্কে পাকিস্তানকে পাশে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (t20 cricket world cup 2026 venue)।
জানা যাচ্ছে, আপাতত বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সেই দেশের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পাক বোর্ডের নির্দেশেই আপাতত অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে একসাথে মিলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি-কে চাপে রাখার পরিকল্পনা নিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই রিপোর্টে বলা হয়েছে, আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। খুব দ্রুত এই প্রসঙ্গে দলকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন নকভি নিজেই। যদি পাকিস্তান শেষপর্যন্ত, বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ ঠিক কী হবে? সেই বিষয়েও দলকে তৈরি থাকতে বলা হয়েছে। এইরকমই জানা গেছে।
উল্লেখ্য, ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে বাংলাদেশের প্রধান মাথা ব্যাথার কারণ হল, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সমর্থক এবং গণমাধ্যমের কর্মীদের সুরক্ষা। এক্ষেত্রে পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের এই চিন্তা একেবারেই অমূলক নয়।
আর যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে ভাবনাচিন্তা করবে বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। অন্যদিকে, ভারতে খেলতে আসবে না! তাই তাদের গ্রুপ বি-তে এবং আয়ারল্যান্ডকে গ্রুপ সি-তে পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতে খেলা এড়ানোর একটা শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ এই প্রস্তাব দেয়। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সেই আবেদনকে পত্রপাট খারিজ করে দিয়েছে।সেই প্রস্তাবকে রীতিমতো প্রত্যাখ্যান করেছে তারা। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আইসিসি আশ্বাস দিয়েছে যে, গ্রুপ বা ম্যাচের সূচিতে কোনও পরিবর্তন করা হবে না।
এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়েই, দ্রুত সমস্যা মেটাতে চাইছে আইসিসি। আগামী বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।