T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শুভমান গিল, কী বললেন এই তারকা?

Published : Jan 10, 2026, 06:12 PM IST
T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শুভমান গিল, কী বললেন এই তারকা?

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার ঠিক আগেরদিন, সাংবাদিক সম্মেলনে এসে টি-টোয়েন্টি দল থেকে বাদ যাওয়া প্রসঙ্গে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন গিল। 

T20 World Cup 2026: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার শুভমান গিল (Shubman Gill on T20 exclusion)। সেই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (shubman gill news)। 

ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন শুভমান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার ঠিক আগেরদিন, সাংবাদিক সম্মেলনে এসে টি-টোয়েন্টি দল থেকে বাদ যাওয়া প্রসঙ্গে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন গিল। তিনি বলেন, নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। 

 

 

শুভমানের কথায়, “প্রথমত, আমি বিশ্বাস করি যে, আমার জীবনে যেখানে থাকার কথা, আমি ঠিক সেখানেই আছি। আমার ভাগ্যে যেটা আছে, সেটা কেউ বদলাতে পারবে না। যেকোনও ক্রিকেটারদের মতোই আমিও বিশ্বাস করি একটা কথা। বিশ্বকাপে খেললে দলের জন্য সেরাটা দিতে পারতাম এবং দল ও দেশকে জেতাতে পারতাম। কিন্তু তা সত্ত্বেও আমি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানাতে চাই। বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আমি আশা করি, ভারত বিশ্বকাপ জিতবে।"

কী বললেন গিল?

সেইসঙ্গে, গিল যোগ করেন, ক্রিকেটের কোনও ফরম্যাটই সহজ নয়। একদিনের ক্রিকেট যদি সত্যিই সহজ হত, তাহলে ২০১১ সালের পর থেকে ভারত একাধিক আইসিসি ট্রফি জিততে পার্ট। তিনি আরও বলেন, “যেকোনও ফরম্যাটেই খেলুন না কেন, কঠোর অনুশীলন এবং প্রচেষ্টা থাকলেই আইসিসি ট্রফি জেতা সম্ভব।" এক্ষেত্রে তিনি বিরাট কোহলি প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্যকেই সম্ভবত কাউন্টার করেন। 

অন্যদিকে, শুভমান জানান যে, তিনি বিসিসিআই-এর কাছে টেস্ট সিরিজের আগে ১৫ দিনের প্রশিক্ষণ শিবিরের একটি প্রস্তাব জমা দিয়েছেন। এই ধরনের প্রশিক্ষণ শিবির হোয়াইট-বল ক্রিকেট থেকে রেড-বল ক্রিকেটে পরিবর্তনকে সহজ করে তুলবে বলেই তিনি মনে করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ফের ঝোড়ো ইনিংস, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চমকপ্রদ ফর্মে বৈভব সূর্যবংশী
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'নির্বাচকদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি,' বাদ পড়া নিয়ে মুখ খুললেন শুবমান