টি-২০ বিশ্বকাপের জন্য ভিসা দেয়নি ভারত, অভিযোগ পাকিস্তানের দৃষ্টিহীন দলের

ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের জটিলতার আঁচ এবার দৃষ্টিহীনদের ক্রিকেটেও। পাকিস্তান দলের অভিযোগ, ভিসা দেয়নি ভারত।

 

Web Desk - ANB | Published : Dec 6, 2022 7:35 PM IST

সোমবার থেকে শুরু হয়েছে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ। এবার নিয়ে তৃতীয়বার এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। প্রথম দিনই নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা ছিল পাকিস্তানের। কিন্তু পাকিস্তান দল এসে না পৌঁছনোয় সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে পাকিস্তান দলের অভিযোগ, ভারত তাদের ভিসা দেয়নি। সেই কারণেই তাদের পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা সম্ভব হয়নি। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থা। এক বিবৃতিতে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, 'পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল অত্যন্ত হতাশাজনকভাবে জানাচ্ছে, দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট দলকে ভিসা দেয়নি ভারত। ভারতে ৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সেখানেই পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দলের যোগ দিতে যাওয়ার কথা ছিল। কিন্ত ভিসা না পাওয়ায় দল যেতে পারেনি। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রচণ্ড হতাশ।'

২০১২ ও ২০১৭ সালে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছে পাকিস্তান। সে কথা উল্লেখ করে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের দাবি, তাদের দলের এবার ভারতে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। ২০২১ এবং ২০২২-এ ভারতের সঙ্গে খেলা হয়েছে ৫ বার। প্রতিটি ম্যাচই জিতেছে পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দল। ভারতের বিদেশমন্ত্রক রাজনৈতিক কারণেই ভিসা দেয়নি বলেও অভিযোগ পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। তাদের দাবি, 'খেলাকে আঞ্চলিক রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। বিশেষ করে দৃষ্টিহীনদের বড়মাপের প্রতিযোগিতার ক্ষেত্রে সবার সঙ্গে সমান আচরণ করা উচিত। সব দলকেই সমানভাবে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া উচিত। কিন্তু ভারত যে বৈষম্যমূলক আচরণ করেছে, আমরা তার কড়া নিন্দা করছি। ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থা পাকিস্তান দলকে ভিসা দেওয়ার আর্জি জানিয়েছিল। কিন্তু সরকার সেই আর্জিতে সাড়া দিল না। ভারত যে বৈষম্যমূলক আচরণ করল, বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেটে তার ফল ভুগতে হবে ভারতকে। দৃষ্টিহীনদের ক্রিকেটের বিশ্ব সংস্থা ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ভারতে হয়তো ভবিষ্যতে আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে না।'

বুধবার দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ হচ্ছে না। প্রথম ম্যাচে নেপালকে ২৭৪ রানে হারিয়ে দিয়েছে ভারত। পাকিস্তান দল আসতে না পারলেও, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এসেছে।

আরও পড়ুন-

প্রথমবার রঞ্জি ট্রফিতে ম্যাচ পরিচালনা করবেন মহিলা আম্পায়াররা, সিদ্ধান্ত বিসিসিআই-এর

রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে জয় ইংল্যান্ডের

আইপিএল থেকে অবসরের পর আবু ধাবি টি ১০ লিগে খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি

Share this article
click me!