বুধবার শুরু হয়েছে চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। লর্ডস টেস্ট ম্যাচের প্রথম দিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ জায়গায় অস্ট্রেলিয়া।
বুধবার লর্ডস টেস্ট ম্যাচ খেলতে নেমে অনন্য রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়ন। টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম বোলার এবং ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টানা ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিয়ন। এর আগে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক (১৫৯ ম্যাচ), অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার (১৫৩ ম্যাচ), অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মার্ক ওয়া (১০৭ ম্যাচ), ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (১০৬ ম্যাচ ) ও নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম (১০১ ম্যাচ)। বুধবার তাঁদের সঙ্গে একাসনে বসলেন লিয়ন। ঘটনাচক্রে লর্ডসেই শেষবার টেস্ট ম্যাচে বাদ পড়েছিলেন এই অফ-স্পিনার। ২০১৩ সালের অ্যাশেজ চলাকালীন বাদ পড়ার পর থেকে টানা খেলে চলেছেন লিয়ন। সেই লর্ডসেই তিনি টানা ১০০ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লিয়ন বলেছেন, ‘আমি এই রেকর্ড গড়তে পেরে সত্যিই গর্বিত। টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লাম আমি। এই পরিসংখ্যানই আমার মাথায় আছে। আমি অনেক টেস্ট ম্যাচ খেলেছি। অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার মাথায় যে চুল থাকবে না, তাতে আর অবাক হওয়ার কী আছে! যে কোনও অ্যাথলিটের পক্ষেই দীর্ঘদিন ধরে সাফল্য পেয়ে যেতে হলে অনেক মানুষের সাহায্য দরকার হয়। আমি শুধু অস্ট্রেলিয়া দলের কথাই বলছি না। আমার পরিবার অসাধারণ। আমি সবসময় পরিবারের সাহায্য, ভালোবাসা ও যত্ন পেয়েছি। আমার ব্যক্তিগত ট্রেনার টম কার্টারও অন্যতম সেরা বন্ধু। আমি সবার আড়ালে ওর সঙ্গে প্রচুর পরিশ্রম করি।’
লর্ডস টেস্টের প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩৩৯। ৮৫ রানে অপরাজিত স্টিভ স্মিথ। ১১ রানে অপরাজিত অ্যালেক্স কেরি। ৭৭ রান করেছেন স্টিভ স্মিথ। ৬৬ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪৭ রান করেন মার্নাস লাবুশেন। ১৭ রান করেন ওপেনার উসমান খাজা। ০ রানে আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট করে নেন জশ টাং ও জো রুট। ১ উইকেট নেন অলি রবিনসন।
এদিন অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড গড়লেন ওয়ার্নার। ৯৯-তম টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়লেন ওয়ার্নার। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন। তবে কুমার সাঙ্গাকারার রেকর্ড ভাঙতে পারলেন না ওয়ার্নার।
আরও পড়ুন-
টেস্টে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম ৯,০০০ রান, নতুন রেকর্ড স্টিভ স্মিথের
ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লেন দর্শক, তুলে বাইরে বের করে দিলেন জনি বেয়ারস্টো
Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়