টেস্টে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম ৯,০০০ রান, নতুন রেকর্ড স্টিভ স্মিথের
প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন, নির্বাসিতও হয়েছেন। কিন্তু পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়েনি। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন এই ব্যাটার।
- FB
- TW
- Linkdin
টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড স্টিভ স্মিথের
বুধবার শুরু হয়েছে লর্ডস টেস্ট ম্যাচ। চলতি অ্যাশেজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনই নতুন রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ। টেস্টে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড এখন স্মিথের দখলে।
৯৯-তম টেস্ট ম্যাচ খেলতে নেমে অস্ট্রেলিয়ানদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন স্মিথ
এদিন ৯৯-তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন স্টিভ স্মিথ। টেস্টে ৯,০০০ রান পূরণ করতে তাঁর মাত্র ৩১ রান দরকার ছিল। ব্যাটিং করতে নেমে দ্রুত সেই রান তুলে নেন স্মিথ।
টেস্টে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার দখলে
টেস্টে ১৭৪ ইনিংসে ৯,০০০ রান করলেন স্টিভ স্মিথ। তিনি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার চেয়ে ২ ইনিংস বেশি নিলেন। সাঙ্গাকারারই টেস্টে দ্রুততম ৯,০০০ রান রয়েছে।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন স্টিভ স্মিথ
এতদিন টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড ছিল প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন স্টিভ স্মিথ।
১৭ বছর আগে দেশের মাটিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড গড়েছিলেন রিকি পন্টিং
২০০৬ সালের অ্যাশেজে ব্রিসবেন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম ৯,০০০ রানের রেকর্ড গড়েছিলেন রিকি পন্টিং। এবারের অ্যাশেজে সেই রেকর্ড ভেঙে দিলেন স্টিভ স্মিথ।
বিশ্বের অন্য কোনও ব্যাটার ৯৯টি টেস্ট ম্যাচ খেলে ৯,০০০ রান করতে পারেননি স্টিভ স্মিথ
সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে ৯,০০০ রানের রেকর্ড গড়েছেন স্টিভ স্মিথ। ৯৯-তম ম্যাচেই এই রেকর্ড গড়লেন স্মিথ।
বুধবার টেস্ট ফর্ম্যাটে ব্রায়ান লারার অনন্য রেকর্ড ভেঙে দিলেন স্টিভ স্মিথ
এতদিন সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে ৯,০০০ রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্রায়ান লারার দখলে। তিনি ১০১টি টেস্ট ম্যাচ খেলে ৯,০০০ রান করেন। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন স্টিভ স্মিথ।
বুধবার ইনিংসের শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ, ডিআরএস নিয়ে বেঁচে যান
বুধবার ইনিংসের শুরুতেই স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু হয়ে যান স্টিভ স্মিথ। তিনি ডিআরএস নিয়ে বেঁচে যান। তারপর ভালোভাবেই ব্যাটিং করেন।
মার্নাস লাবুশেন ও ট্রেভিস হেডকে নিয়ে লর্ডস টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দিলেন স্টিভ স্মিথ
বুধবার লর্ডস টেস্ট ম্যাচের প্রথম দিন মার্নাস লাবুশেন ও ট্রেভিস হেডের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে দারুণ জায়গায় পৌঁছে দিলেন স্টিভ স্মিথ।
লর্ডস টেস্ট ম্যাচের প্রথম দিন ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে শতরানের পথে স্টিভ স্মিথ
লর্ডস টেস্ট ম্যাচের প্রথম দিন অসাধারণ ব্যাটিং স্টিভ স্মিথের। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি দলকে ভরসা দিলেন।