MS Dhoni : ব্যক্তিগত সংগ্রহ না শোরুম! ধোনির বাইক কালেকশন দেখে হতবাক ভেঙ্কটেশ প্রসাদ
মহেন্দ্র সিং ধোনির গাড়ি ও বাইকের তালিকা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই। ধোনির বাইকের কালেকশন দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের ২ প্রাক্তন তারকা ভেঙ্কটেশ প্রসাদ ও সুনীল জোশী। তাঁদেরও চোখ ঝলসে গিয়েছে ।
গাড়ি ও বাইকের শোরুমেও বোধহয় একসঙ্গে এতকিছু থাকে না। মহেন্দ্র সিং ধোনির গাড়ি ও বাইকের তালিকা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই। বরাবরই বাইকের প্রতি ধোনির আলাদা ভালোবাসা রয়েছে। এখনও সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। ধোনির বাইকের কালেকশন দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের ২ প্রাক্তন তারকা ভেঙ্কটেশ প্রসাদ ও সুনীল জোশী। তাঁদেরও চোখ ঝলসে গিয়েছে ।
Read more Articles on