এজবাস্টনে চলতি অ্যাশেজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। লর্ডসে দ্বিতীয় ম্যাচেও খুব ভালো জায়গায় স্টিভ স্মিথ, প্যাট কামিন্সরা।
বৃষ্টির জন্য লর্ডস টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা নির্দিষ্ট দিনের আগেই শেষ হয়ে গেল। তবে তাতে অস্ট্রেলিয়ার কোনও সমস্যা নেই। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৩০। ৫৮ রান করে অপরাজিত ওপেনার উসমান খাজা। ৬ রান করে অপরাজিত প্রথম ইনিংসে শতরান করা স্টিভ স্মিথ। ২৫ রান করে আউট হয়ে গিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩০ রান করে আউট হয়ে গিয়েছেন মার্নাস লাবুশেন। ইংল্যান্ডের চেয়ে ২২১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন স্মিথরা কতটা ব্যবধান বাড়াতে পারেন, তার উপরেই ম্যাচের ফল নির্ভর করছে। অস্ট্রেলিয়ার হাতে এখনও ৮ উইকেট রয়েছে। লিড যদি ৩৫০ ছাড়িয়ে যায়, তাহলে ইংল্যান্ডের পক্ষে জয় পাওয়া কঠিন। এবারের অ্যাশেজের প্রথম ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লর্ডসেও যদি প্যাট কামিন্সের দল জয় পায়, তাহলে বেন স্টোকসদের পক্ষে এই সিরিজে প্রত্যাবর্তন ঘটানো অত্যন্ত কঠিন হয়ে যাবে।
এই ম্যাচের প্রথম ইনিংসে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। সর্বাধিক ১১০ রান করেন স্মিথ। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি। দ্বিতীয় সর্বাধিক ৭৭ রান করেন ট্রেভিস হেড। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৬৬ রান। ৪৭ রান করেন মার্নাস লাবুশেন। খাজা করেন ১৭ রান। ক্যামেরন গ্রিন অবশ্য ০ রানে আউট হয়ে যান। ২২ রান করেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি। ৬ রান করেন মিচেল স্টার্ক। ২২ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। নাথান লিয়ন করেন ৭ রান। ৪ রান করেন জশ হ্যাজেলউড।
ইংল্যান্ডের হয়ে ১০০ রান দিয়ে ৩ উইকেট নেন অলি রবিনসন। ৯৮ রান দিয়ে ৩ উইকেট নেন জশ টাং। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন জো রুট। ৫৩ রান দিয়ে ১ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ৯৯ রান দিয়ে ১ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।
প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বাধিক ৯৮ রান করেন বেন ডাকেট। ৫০ রান করেন হ্যারি ব্রুক। ৪৮ রান করেন ওপেনার জাক ক্রলি। ৪২ রান করেন অলি পোপ। ১০ রান করেন রুট। ১৭ রান করেন স্টোকস। ১৬ রান করেন জনি বেয়ারস্টো। ১২ রান করেন ব্রড। ৯ রান করেন রবিনসন। ১ রান করেন টাং। ০ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ রান দিয়ে ৩ উইকেট নেন স্টার্ক। ৭১ রান দিয়ে ২ উইকেট নেন হ্যাজেলউড। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন হেড। ১ উইকেট করে নেন কামিন্স, লিয়ন ও গ্রিন।
আরও পড়ুন-
নেদারল্যান্ডসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে জয়, ওডিআই বিশ্বকাপে প্রায় নিশ্চিত শ্রীলঙ্কা
কাফ মাসলে চোট, লর্ডস টেস্ট ম্যাচে আর মাঠে নামতে পারছেন না নাথান লিয়ন
Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়