India tour of Australia 2025: রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। এই সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের একের পর এক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন। ফলে সমস্যায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া দল।
KNOW
Australia vs India: ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে চোট পেয়ে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার আরও এক ক্রিকেটার। শুক্রবার জানা গেল, এই সিরিজে খেলতে পারবেন না অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। তাঁর পরিবর্তে দলে এসেছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। ভারতের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ শেষ হওয়ার পরেই শুরু হবে অ্যাশেজ (Ashes) সিরিজ। তার আগে একের পর এক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া দল। চোটের জন্য নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি গ্রিন। তিনি এরপর দলে ফিরলেও, ফের চোটের কারণে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে দলে আসা লাবুশেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন। তিনি চলতি ঘরোয়া ক্রিকেট মরসুমে চতুর্থ শতরান করেছেন। শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) ম্যাচে কুইন্সল্যান্ডের (Queensland) হয়ে সাউথ অস্ট্রেলিয়ার (South Australia) বিরুদ্ধে শতরান করেছেন লাবুশেন। তিনি এই ম্যাচ খেলার পরেই জাতীয় দলে ডাক পেয়ে অ্যাডিলেড (Adelaide) থেকে পারথে (Perth) গিয়ে দলে যোগ দিচ্ছেন।
বারবার চোট গ্রিনের
গত সপ্তাহে শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (Western Australia) হয়ে নিউ সাউথ ওয়েলশের (New South Wales) বিরুদ্ধে খেলেন গ্রিন। তবে তিনি সেই সময়ও সম্পূর্ণ ফিট ছিলেন না। আট ওভার বোলিং করার কথা থাকলেও, মাত্র চার ওভার বোলিং করেন এই অলরাউন্ডার। এর মধ্যে তিনি এক উইকেট নেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) মেডিক্যাল স্টাফরা গ্রিনকে পরপর কয়েকদিন বোলিং করতে নিষেধ করেন। এই কারণেই তাঁর পক্ষে বেশি ওভার বোলিং করা সম্ভব হয়নি। কিন্তু এরপরেও চোটের জন্য ছিটকে গেলেন গ্রিন।
ঝুঁকি নিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া
গ্রিনের চোটের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘গ্রিন স্বল্প সময়ের জন্য রিহ্যাবিলিটেশনে থাকবে। ও শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলে অ্যাশেজের জন্য প্রস্তুতি নেবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


