বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র ১৩ দিন বাকি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে শেষবারের মতো রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র ১৩ দিন বাকি। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন একদিনের ম্যাচের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদবকে। এই চার জনকে বিশ্বকাপের তরতাজা ভাবে পেতে চাইবে ভারত। এরা ফর্মে থাকলে যে কোনও অসাধ্যসাধন সম্ভব। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে শেষবারের মতো রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
প্রথমত, রবিচন্দ্রন অশ্বিনের ফেরা নিশ্চিত। একই সঙ্গে গত কাল রাহুল দ্রাবিড় জানিয়েছেন, দলে থাকছেন সূর্যকুমার যাদবও। কে এল রাহুলের নেতৃত্বে দল মাঠে নামবে। ফলে মিডল অর্ডারে রাহুল, সূর্যকুমারকে দেখা যাবে। রোহিত না থাকায় শুবমানের সঙ্গে ওপেনিংয়ে অটেম্যাটিক চয়েস ঈশান কিষান। রোহিতের অনুপস্থিতিতে ঈশান ওপেন করে এক দিনের ম্যাচে ডাবল সেঞ্চুরিও করেছেন। তিন নম্বরে দেখা যেতে পারে তিলক বর্মা বা ঋতুরাজ গায়কোয়াড়কে। অশ্বিন-জাডেজা বাদে যদি আরও একটি স্পিনিং অপশন প্রয়োজন হয় তবে তিলকের পাল্লা ভারী। উপরন্তু তিলক বাঁ হাতি ব্যাটার।
স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাবেন অ-জা জুটি। বিশ্বকাপের দলে নিজের দাবি জানানোর এটাই শেষ সুযোগ থাকবে অশ্বিনের কাছে। অল-রাউন্ডার হিসাবে দলে থাকছেনই রবীন্দ্র জাডেজা। প্রথম ম্যাচ খেলা হবে মোহালিতে। ফলে দুইয়ের বেশি স্পিনার খেলানো হবে বলে মনে হয় না।
এবার আসা যাক পেস অ্যাটাক প্রসঙ্গে। চোট কাটিয়ে বুমরা স্বমহিমায় ফিরেছেন। একই সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনালে তিনি স্বপ্নের স্পেল উপহার দিয়েছেন। কিন্তু টানা ক্রিকেট খেলছেন সিরাজ, ফলে তাঁকে এই ম্যাচে না দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। নতুন বলে বুমরার সঙ্গী হবেন মহম্মদ শামি। সিরাজ না খেললে সে ক্ষেত্রে দেখা যাবে প্রসিদ্ধ কৃষ্ণকে।
ভারতের সম্ভাব্য একাদশ: ঈশান কিষান, শুবমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ / প্রসিদ্ধ কৃষ্ণ