
Smriti Mandhana Engagement Ring: কিছুদিন আগে পর্যন্ত স্মৃতি মন্ধানার আঙুলে এনগেজমেন্ট রিং দেখা যাচ্ছিল। এই ক্রিকেটার নিজেই সগর্বে সেই আংটি সবাইকে দেখাচ্ছিলেন। কিন্তু এখন আর তাঁর আঙুলে সেই আংটি দেখা যাচ্ছে না। অন্তত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশ্বকাপজয়ী ক্রিকেটার যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে আঙুলে আংটি নেই। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে এক টুথপেস্টের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে স্মৃতিকে। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর প্রথমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোনও পোস্ট করেছেন স্মৃতি। তাঁর এই পোস্ট অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। একইসঙ্গে আঙুলে আংটি না থাকাও সবার নজরে পড়েছে। যদিও এই ভিডিওর শ্যুটিং কবে হয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে স্মৃতির আঙুলে এনগেজমেন্ট রিং না থাকা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
পলাশের সঙ্গে বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে বিয়ে সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে ফেলেন স্মৃতি। জাতীয় দলে তাঁর কয়েকজন সতীর্থ সোশ্যাল মিডিয়ায় পলাশকে আনফলো করেছেন বলেও জানা গিয়েছে। স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন পলাশ অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের চ্যাট ভাইরাল। এরই মধ্যে স্মৃতি ও পলাশ তাঁদের ইনস্টাগ্রাম (Instagram) বায়োতে 'নজর' ইমোজি যোগ করেছেন। ফলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা এখনও বোঝা যাচ্ছে না।
পলাশ ও স্মৃতির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পলাশের দিদি জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল (Palak Muchhal)। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। আমি ফের এ কথা বলতে চাই যে আমরা বিশ্বাস করতে চাই যে এবার ইতিবাচক কিছু হবে। আমরা যতটা পারি ইতিবাচক হতে চাই। কঠিন পরিস্থিতিতে শক্তিশালী থাকাও আমাদের লক্ষ্য।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।