ICC Champions Trophy: বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়াই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি!

এবারের ওডিআই বিশ্বকাপে কয়েকটি দল অপ্রত্যাশিতভাবে পয়েন্ট তালিকার শেষদিকে আছে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকায় সবার শেষে।

এবারের ওডিআই বিশ্বকাপের ফলের মাধ্যমেই ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের বিষয়টি ঠিক হবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে পাকিস্তান। এছাড়া চলতি ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে প্রথম ৭টি দল চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে। এখন পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান। সপ্তম স্থানে আফগানিস্তান। ৮ নম্বরে আছে নেদারল্যান্ডস। এই অবস্থান থাকলে ৯ নম্বরে থাকা বাংলাদেশ এবং ১০ নম্বরে থাকা ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। গতবারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড যদি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হবে।

আইসিসি বোর্ডের সিদ্ধান্তেই চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন পর্ব

Latest Videos

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে আইসিসি বোর্ডের বৈঠকে ঠিক হয়েছিল, ৮টি দলকে নিয়ে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফলের মাধ্যমেই ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৮টি দল বেছে নেওয়া হবে। যদিও অনেক দলই আইসিসি-র এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে। ইংল্যান্ডের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, আইসিসি-র এই সিদ্ধান্তের কথা জানা ছিল না।

পরস্পর-বিরোধী মন্তব্য ইংল্যান্ডের

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের বিষয়টি নিয়ে দুই মেরুতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ও প্রধান কোচ ম্যাথু মট। রবিবার লখনউয়ে ভারতের কাছে হারের পর বাটলার বলেছেন, ‘হ্যাঁ, আমি জানি যে চলতি ওডিআই বিশ্বকাপে পয়েন্ট তালিকায় প্রথম ৭টি দল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে। ফলে আমাদের এখনও অনেক লড়াই করতে হবে।’ ইংল্যান্ডের প্রধান কোচ অবশ্য দাবি করেছেন, তিনি এই নিয়মের কথা জানতেন না।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

এবারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না ক্যারিবিয়ানরা। জিম্বাবোয়ে, আয়ারল্যান্ডের মতো আইসিসি-র পূর্ণ সদস্য দেশও চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে পারছে না। ২০২৫ সালের পর ২০২৯ সালেও হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না সেটা এখনও জানা যায়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

ICC Cricket World Cup 2023: ভারত-ইংল্যান্ড ম্যাচের পর পয়েন্ট তালিকায় কোথায় কে?

India Vs England: ওডিআই বিশ্বকাপে একমাত্র দল হিসেবে অলআউট না হওয়ার রেকর্ড ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari