লন্ডনের রেস্তোরাঁয় একসঙ্গে গিয়েছিলেন শুবমান-সারা! ভ্যালেন্টাইনস ডে-তে তুঙ্গে জল্পনা

সম্প্রতি শুবমান গিলের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। তিনি এই তরুণ ব্যাটারকে টেস্ট ম্যাচে খেলার সুযোগ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু তারপরেও নাগপুরে খেলার সুযোগ পাননি শুবমান।

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে কি ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার শুবমান গিলের সম্পর্ক ফের ভালো হয়ে গিয়েছে? তাঁরা কি ফের প্রেম করছেন? ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে সোশ্যাল মিডিয়ায় শুবমানের একটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। ওই পোস্টে দেখা যাচ্ছে। একটি রেস্তোরাঁয় বসে কফির কাপে চুমুক দিচ্ছেন শুবমান। এই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ফের জানতে চাইছি আজ কী দিন?’ শুবমানের এই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সারার একটি ছবি খুঁজে বের করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে আছেন সারা। নেটিজেনদের দাবি, শুবমান যে রেস্তোরাঁর ছবি পোস্ট করেছেন, সারাও সেই রেস্তোরাঁতেই ছবি তুলেছিলেন। তাহলে কি তাঁরা একসঙ্গে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন? অনেকেই দাবি করছেন, সারার সঙ্গে সম্পর্কের কথা গোপন করতে পারছেন না শুবমান। তিনি নিজের পোস্টেই ধরা পড়ে গিয়েছেন।

 

Latest Videos

 

নেটিজেনদের দাবি, ২০২১-এর জুলাইয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন সারা। তিনি খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করার সময় ছবি তোলেন সচিন-কন্যা। সেই ছবিই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আড়াই বছর পর শুবমানও একই রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, সেটাও আবার বিশেষ দিনে। এতেই তাঁদের সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

 

লন্ডনের যে রেস্তোরাঁয় শুবমান ও সারার ছবি দেখা যাচ্ছে, সেখানে ইতালিয়ান খাবার পাওয়া যায়। লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন সারা। যে সময় তিনি ওই রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, সেই সময় ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল। দু'টি ছবি দেখে একই জায়গায় তোলা বলে মনে হচ্ছে। সেই কারণেই অনেকে দাবি করছেন, একইসঙ্গে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন সারা ও শুবমান।

সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে অসাধারণ ফর্মে শুবমান। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান করার রেকর্ডও গড়েছেন এই তারকা। জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন শুবমান। এই স্বীকৃতি পাওয়ায় তিনি স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন এই তরুণ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে শুবমান খেলার সুযোগ পাবেন কি না সেটা এখনও জানা যায়নি। নাগপুরে টেস্ট অভিষেক হয় সূর্যকুমার যাদবের। কিন্তু তিনি বড় স্কোর করতে পারেননি। সেই কারণেই দুর্দান্ত ফর্মে থাকা শুবমানকে খেলার সুযোগ দেওয়ার দাবি উঠছে।

আরও পড়ুন-

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই নিঃশেষিত টিকিট

টেস্টে অভিষেক অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই, এবার শততম ম্যাচ খেলতে নামছেন পূজারা

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today