বিজয় হাজারে ট্রফি: ফের বিধ্বংসী ব্যাটিং, চণ্ডীগড়ের বিরুদ্ধে ৯ ছক্কা হার্দিক পান্ডিয়ার

Published : Jan 08, 2026, 05:30 PM IST
HARDIK PANDYA

সংক্ষিপ্ত

Vijay Hazare Trophy Elite 2025-26: একসঙ্গে অনেক তারকা ক্রিকেটার একসঙ্গে খেলায় এবারের বিজয় হাজারে ট্রফির আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে। তারকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁদেরই অন্যতম হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

DID YOU KNOW ?
চোট সারিয়ে ফর্মে হার্দিক
চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে অসাধারণ ব্যাটিং করে চলেছেন বরোদার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya: এবারের বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিং অব্যাহত। বৃহস্পতিবার রাজকোটের (Rajkot) নিরঞ্জন শাহ স্টেডিয়ামে (Niranjan Shah Stadium) বরোদার হয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে (Baroda vs Chandigarh) ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হার্দিক। তাঁর ইনিংসে ছিল নয়টি ওভার-বাউন্ডারি ও জোড়া বাউন্ডারি। এদিনই চলতি বিজয় হাজারে ট্রফিতে এলিট গ্রুপ বি-তে বরোদার শেষ ম্যাচ ছিল। সেই ম্যাচে অসামান্য ব্যাটিং করলেন হার্দিক। তিনি ক্রিজে যাওয়ার পর থেকেই বড় শট খেলতে শুরু করেন। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূরণ করেন এই তারকা অলরাউন্ডার। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরোদা। তবে তারপর মিডল অর্ডারের পাল্টা লড়াইয়ে বিশাল স্কোর করে ক্রুণাল পান্ডিয়ার দল। সেই স্কোরের ধারেকাছে পৌঁছতে পারেনি চণ্ডীগড়।

বিশাল ব্যবধানে জয় বরোদার

দুই ওপেনার নিত্য পান্ডিয়া (Nitya Pandya) ও অমিত পাসি (Amit Pasi) দ্রুত আউট হয়ে যাওয়ার পর বরোদার ইনিংসের হাল ধরেন তিন নম্বরে ব্যাটিং করতে নামা প্রিয়াংশু মলিয়া (Priyanshu Moliya)। তিনি ১০৬ বল খেলে ১১৩ রান করেন। চার নম্বরে ব্যাটিং করতে নামা বিষ্ণু সোলাঙ্কি (Vishnu Solanki) ৪৯ বলে ৫৪ রান করেন। ক্রুণাল ২০ রান করেন। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা (Jitesh Sharma) ৩৩ বলে ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। ৪৯.১ ওভারে ৩৯১ রান করে বরোদা। বিশাল টার্গেট তাড়া করতে নেমে চণ্ডীগড় ৪০ ওভারে ২৪২ রানে অলআউট হয়ে যায়। শিবম ভাম্বরি (Shivam Bhambri) ১০০ রান করেন। কিন্তু তাঁর লড়াই কাজে লাগল না। ১৪৯ রানে জয় পেল বরোদা

পরপর বিস্ফোরক ইনিংস হার্দিকের

চলতি বিজয় হাজারে ট্রফিতে ধারাবাহিকভাবে ঝোড়ো ব্যাটিং করে চলেছেন হার্দিক। মাত্র পাঁচ দিন আগেই বিদর্ভের (Vidarbha) বিরুদ্ধে ৬৮ বলে শতরান করেন এই তারকা। তাঁর ১৩৩ রানের ইনিংসে ছিল ১১টি ওভার-বাউন্ডারি ও আটটি বাউন্ডারি। এবার চণ্ডীগড়ের বিরুদ্ধেও তাঁর অসামান্য ইনিংস দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৪১
চণ্ডীগড়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট ২৪১।
বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে বরোদার হয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট ছিল ২৪১।
Read more Articles on
click me!

Recommended Stories

ডব্লুপিএল ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় আরসিবি-র
সরে যেতে চলেছে ভারতীয় স্পনসর, আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের