নতুন শর্ত বিসিসিআই-এর, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই ওডিআই থেকে অবসর বিরাট-রোহিতের?

Published : Aug 10, 2025, 02:47 PM ISTUpdated : Aug 10, 2025, 02:55 PM IST

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) কি আর জাতীয় দলে রাখতে চাইছে না বিসিসিআই? (BCCI) ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে?

PREV
16
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পরেই কি ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন বিরাট-রোহিত?

বিরাট-রোহিতের অবসর নিয়ে জল্পনা

অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে এই সিরিজেই তাঁরা শেষবার ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন বলে জল্পনা তৈরি হয়েছে। বিসিসিআই সূত্রে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিরাট ও রোহিতের অনুরাগীরা এই খবর পেয়ে হতাশ হয়েছেন।

DID YOU KNOW ?
কবে অবসর বিরাট-রোহিতের?
ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি এবার ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নিচ্ছেন বলে জল্পনা তৈরি হয়েছে।
26
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় নেই বিরাট ও রোহিত?

বিরাট-রোহিতকে ছাড়াই ওডিআই বিশ্বকাপে খেলবে ভারত?

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, নির্বাচকরা ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দলে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রাখতে রাজি নন। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল। এর অর্থ হল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ জেতার সুযোগ পাচ্ছেন না বিরাট। তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন। সেই দলে ছিলেন না রোহিত। ফলে তিনি ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছেন না।

২০২৭
২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। তৈরি হচ্ছে ভারতীয় দল।
২০২৩ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ভারতীয় দল।
36
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার জন্য বিরাট ও রোহিতকে কঠিন শর্ত বিসিসিআই-এর

বিরাট-রোহিতকে শর্ত বিসিসিআই-এর

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে যদি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে হয়, তাহলে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে হবে। বিজয় হাজারে ট্রফিতে না খেললে ভারতের ওডিআই দলে সুযোগ পাবেন না বিরাট ও রোহিত। এই দুই তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

46
বিসিসিআই কি চাইছে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিন বিরাট ও রোহিত?

বিরাট-রোহিতের অবসর আসন্ন?

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার জন্য জোর করা হবে না। বরং তাঁরা যাতে ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নেন, সেই পরিকল্পনাই করা হচ্ছে। বিরাট ও রোহিতের সঙ্গে বৈঠকে তাঁদের জানিয়ে দেওয়া হতে পারে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের নিয়ে খেলতে চায় ভারতীয় দল।

56
অস্ট্রেলিয়া সফর থেকেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারতীয় দল

ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফর থেকেই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল। তরুণ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন নির্বাচকরা। বিরাট কোহলি ও রোহিত শর্মা নির্বাচকদের পরিকল্পনায় নেই। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই ওডিআই বিশ্বকাপে খেলতে পারে ভারতীয় দল।

66
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিতে বাধ্য করবে বিসিসিআই?

বাধ্য হয়ে অবসর বিরাট-রোহিতের?

এবারের ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ক্রিকেট মহলে জল্পনা চলছে, এই দুই তারকা ক্রিকেটারকে অবসর নিতে বাধ্য করেছে বিসিসিআই। এবার শুধু ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেওয়া বাকি। এই ফর্ম্যাট থেকেও বিরাট ও রোহিতকে সরিয়ে দিতে চাইছে বিসিসিআই।

Read more Photos on
click me!

Recommended Stories