সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায় থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। অন্যদিকে, ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। প্রতিবেশী দেশের এই সাফল্য মেনে নিতে পারছে না পাকিস্তান।
পিচ বদল, বলে কারসাজি, ডিআরএস-এ কারচুপির পর এবার নতুন অভিযোগ পাকিস্তানের। বুধবার ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে টস-ফিক্সিংয়ের অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকন্দর বখত। তাঁর দাবি, টসের সময় ইচ্ছাকৃতভাবে অনেক দূরে কয়েন পাঠিয়ে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে কিছু বুঝতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এরই সুবিধা নিয়ে টসে জিতে যায় ভারত। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে এই দাবি করেছেন সিকন্দর। তাঁর এই বক্তব্য ঘিরে ক্রিকেট দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। পাকিস্তানের ক্রিকেট মহলের একাংশ সিকন্দরের দাবি সমর্থন করছে। ভারতীয় ক্রিকেট মহলে অবশ্য হাসিঠাট্টা শুরু হয়েছে। কারণ, এর আগেও পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেন। তাতে কোনও লাভ হয়নি। ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এতে ঈর্ষায় জ্বলছে পাকিস্তান।
পাকিস্তানিদের হাস্যকর অভিযোগ
বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৩৯৭ রান করে ভারত। জবাবে ৩২৭ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। বিশাল স্কোর করেও ভারতীয় দলের জয় সহজ হয়নি। অসাধারণ লড়াই করেন ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন। কিন্তু ৭ উইকেট নিয়ে ভারতকে জেতান মহম্মদ শামি। ফলে চতুর্থবার ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এই সাফল্য মেনে নিতে পারছে না পাকিস্তান। সেই কারণেই হাস্যকর অভিযোগ করা হচ্ছে। সিকন্দরের বক্তব্য, ‘আমি কি ইচ্ছাকৃতভাবে ভুল কথা বলতে পারি? আমি শুধু একটি প্রশ্ন করছি। আমরা যদি টসের মুহূর্ত দেখতে পাই, তাহলে বিষয়টি বোঝা যাবে। রোহিত শর্মা যখনই টস করে তখনই ও অনেক দূরে কয়েন ছুঁড়ে দেয়। বিপক্ষ দলের অধিনায়ক এগিয়ে গিয়ে দেখে না যে ও ঠিক কল করেছে কি না।’
পাকিস্তানের ক্রিকেটে ডামাডোল
ওডিআই বিশ্বকাপ চলাকালীন পদত্যাগ করতে বাধ্য হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। বুধবার পদত্যাগ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন না তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয়। কারণ, বাবরকে পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানানো হয়নি। তিনি সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পিসিবি। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে, বাবরের উপর চাপ তৈরি হয়েছিল। পাকিস্তান ক্রিকেটে কোনও কিছুই ঠিকঠাক চলছে না। এরই মধ্যে ভারত সাফল্য পাওয়ায় পাকিস্তানের ক্রিকেট মহলের একাংশ ক্ষোভ চেপে রাখতে পারছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Babar Azam: বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম
India Vs New Zealand: লাইভ স্ট্রিমিংয়ে নতুন রেকর্ড, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ৫ কোটি দর্শক