Australia Vs West Indies: গাব্বায় ঐতিহাসিক জয় ওয়েস্ট ইন্ডিজের, আবেগে কেঁদে ফেললেন লারা, ভাইরাল ভিডিও

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট-গৌরব আর না থাকলেও, ঐতিহ্য রয়েছে। সেই কারণেই প্রাক্তন ক্রিকেটাররা এখনও দলের সাফল্যে আবেগতাড়িত হয়ে পড়েন।

অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে হেরে গেলেও, ব্রিসবেনের গাব্বায় দ্বিতীয় টেস্ট ম্যাচ ৮ রানে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। দলের এই সাফল্যে আবেগ ধরে রাখতে পারেননি কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি কেঁদে ফেলেন। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন লারা। তাঁর পাশে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি লারাকে আলিঙ্গন করেন। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সেই কারণেই আবেগপ্রবণ হয়ে পড়েন লারা। শামার জোশেফের বলে জশ হ্যাজেলউড বোল্ড হতেই লারার চোখে জল দেখা যায়। এই সিরিজ ১-১ অবস্থায় শেষ হল। সেই কারণেই লারার আবেগ আরও বেশি।

ওয়েস্ট ইন্ডিজের নায়ক শামার জোশেফ

Latest Videos

ব্যাটারদের কাছে গাব্বা বরাবরই ভয়ঙ্কর। এখানকার পিচেই সবচেয়ে বেশি বাউন্স থাকে। জেফ টমসন, গ্লেন ম্যাকগ্রারা গাব্বায় বিপক্ষের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়েছেন। এবার সেই গাব্বায় অস্ট্রেলিয়ার অস্ত্রেই অস্ট্রেলিয়াকে বধ করলেন শামার জোশেফ। প্রথম ইনিংসে ২৬ রান দিয়ে ১ উইকেের পর দ্বিতীয় ইনিংসে ৬৮ রান দিয়ে ৭ উইকেট নেন এই পেসার। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদেই স্বল্প ব্যবধানে জয় পেল ক্যারিবিয়ানরা।

 

 

দলগত প্রচেষ্টায় সাফল্য ওয়েস্ট ইন্ডিজের

গাব্বায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। তাঁর দল প্রথম ইনিংসে ৩১১ রান করে। উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডা সিলভা করেন ৭৯ রান। কাভেম হজ করেন ৭১ রান। কেভিন সিনক্লেয়ার করেন ৫০ রান। জবাবে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজা ৭৫, অ্যালেক্স কেরি ৬৫, কামিন্স অপরাজিত ৬৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। এরপর ২০৭ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। ৯১ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ranji Trophy: সূরজ সিন্ধু জয়সোয়ালের ৮ উইকেট, অসমের বিরুদ্ধে ইনিংসে জয় বাংলার

India Vs England: রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে টেস্টে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান জো রুটের

Ranji Trophy: ১৬০ বলে ৩২৩! প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরান তন্ময় আগরওয়ালের

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today